নারী আইপিএলের আগামী আসর মাঠে গড়াবে ২০২৬ সালের জানুয়ারিতে। তার আগে আজ ২৭ নভেম্বর দিল্লিতে হচ্ছে নিলামে। যেখানে নাম দিয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। তাদের মধ্যে দুইজনকে নিলামে তোলা হলেও আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
সবশেষ নারী ওয়ানডে বিশ্বকাপে ৬ ম্যাচে ৬ উইকেট নিয়েছিলেন মারুফা আক্তার। ফলে তার দিকে নজর ছিল অনেকেরই। কিন্তু নারী আইপিএল নিলামে নাম দিলেও ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যে তাকে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। যার ফলে অবিক্রিত থাকতে হয়েছে তাকে। মারুফার পাশাপাশি রাবেয়া খানকেও নিলামে তোলা হয়েছিল। কিন্তু তাকেও দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
বাংলাদেশের আরেক ক্রিকেটার হিসেবে এই নিলামে আছেন স্বর্ণা আক্তার। তালিকায় তার নাম থাকলেও এখনো তার নাম ডাকা হয়নি। বাংলাদেশি কেউ দল না পেলেও অনেক বিদেশি ক্রিকেটারই চড়া মূল্যে বিক্রি হয়েছেন। নিউজিল্যান্ডের অলরাউন্ডারকে সুপি ডেভাইনকে ৩ কোটি রুপি দিয়ে কিনেছে গুজরাট জায়ান্টস। সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন দীপ্তি শর্মা। ৩ কোটি ২০ লাখ রুপিতে রাইট টু ম্যাচ অপশন ব্যবহার করে তাকে নিয়েছে ইউপি ওয়ারিয়র্স।
এবি/টিকে