ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনালে পর্তুগালের কাছে হেরে আগেই ফাইনালের স্বপ্নভঙ্গ হয়েছিল ব্রাজিলের। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও দুর্ভাগ্য পিছু ছাড়ল না হলুদ জার্সিধারীদের। কাতারের এসপাইর একাডেমি মাঠে নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে ইতালি জয় লাভ করে টুর্নামেন্টে তৃতীয় স্থান নিশ্চিত করল।
ম্যাচের শুরুতেই বড় দুর্ভাগ্যের শিকার হয় ব্রাজিল। মাত্র ১৩ মিনিটেই ইতালির ডিফেন্ডার বাভিওকে কড়া ট্যাকল করে সরাসরি লাল কার্ড দেখেন ডিফেন্ডার ভিতাও। ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার যে রেফারির সিদ্ধান্ত মেনে নিতে পারেননি, তা তার মুখভঙ্গি দেখে বোঝা যায়। তবে শেষ পর্যন্ত মাঠ ছাড়তেই হয় তাকে।
১০ জনের দলে পরিণত হয়ে সেলেসাওরা বেশ বিপাকে পড়ে। ডিফেন্স ঠিকঠাক থাকলেও মিডফিল্ডে হাঁপিয়ে ওঠে ব্রাজিল। এই সুযোগে একের পর এক আক্রমণ চালাতে থাকে ইতালি। ষোড়ষ মিনিটে স্টেফাননিওর লক্ষ্যে নেয়া শট বারের বাঁ-পাশ দিয়ে বাইরে চলে যায়। এরপর ৩২তম মিনিটে সেটপিস থেকে পাওয়া বল ম্যাকারনি হেলায় নষ্ট করে বারে শট নেন। ৪০ মিনিটে অ্যারেনার শট রুখে দেন ব্রাজিল গোলকিপার পেদ্রো। গোল না পাওয়ার হতাশা নিয়েই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে ১০ জনের দল নিয়েও ব্রাজিল গোলের সুযোগ তৈরি করে। ম্যাচের ৬২তম মিনিটে এভারস্টিওর কর্নার থেকে ছোঁড়া ইনসুইং বলে দারুণ হেডে জালে লক্ষ্যভেদ করেন ব্রাজিলের ডেল। কিন্তু ভিএআর চেকে অফসাইডের কারণে বাতিল হয় সেই গোল।
শেষদিকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুদল। আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচের শেষ অংশ। পূর্ণ সময়ের তিন মিনিট আগে অ্যালেসিও বারাল্লার দারুণ হেডার গ্লাভসবন্দী করেন ব্রাজিল গোলকিপার। কিন্তু পাঁচ মিনিটের ইনজুরি টাইমেও কোনো দল গোলের দেখা না পাওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে প্রথম দুই শটে দুদলই সফল হয়। কিন্তু ব্রাজিল টানা তৃতীয় ও চতুর্থ শট মিস করলে টাইব্রেকারে ম্যাচের নিষ্পত্তি হয়। ৪-২ ব্যবধানে জয় তুলে নিয়ে ইতালি বিশ্বকাপের তৃতীয় স্থান লাভ করে।
ইএ/টিকে