তাওহিদ হৃদয় যেন অভিমান জমিয়েই সংবাদ সম্মেলনে এসেছিলেন! প্রথম টি-টোয়েন্টিতে দল হারলেও তাওহিদ নিজে অবশ্য ক্যারিয়ার সেরা অপরাজিত ৮৩ রানের ইনিংস খেলেন। তবু তাঁর ইনিংসটি ছাপিয়ে বড় হয়ে উঠেছে টি-টোয়েন্টি দলের হঠাৎ ছন্দপতন। সর্বশেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশের পর আজ আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিসহ টানা চার ম্যাচ হারল বাংলাদেশ। স্বাভাবিকভাবে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে আসা তাওহিদ প্রশ্নবাণে জর্জরিত হয়েছেন।
ছুটে আসা একেকটি ‘বাউন্সার’ নিজের মতো করে ‘ডাক’ করেন তাওহিদ। হারের পেছনে একটি বড় জুটির আক্ষেপ যেমন ছিল, তেমনি বিশ্বকাপের আগে ছন্দ হারানো দল ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাসের কথাও জানান এই ব্যাটার। একপর্যায়ে তাওহিদের আবেগের বহিঃপ্রকাশ ঘটে মিডল অর্ডার নিয়ে প্রশ্নে। এই বিভাগে তাওহিদ নিজে আজ ভালো একটি ইনিংস খেললেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বড় দুশ্চিন্তার নাম হয়ে উঠেছে এই মিডলঅর্ডার।
গত কয়েকটি সিরিজে অনেকভাবে চেষ্টা করেও ফল মিল ছিল না। মিডল অর্ডার নিয়ে সমালোচনার জবাবে তাওহিদের উত্তর, ‘এটা তো স্বাভাবিক যে আপনি আপনার জায়গা থেকে সমালোচনা করবেন। এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। আপনারা যত ইচ্ছা সমালোচনা করবেন।
এটা আপনাদের অধিকার। আপনারা করেনও। তবে এখান থেকেও ইতিবাচক কিছু পাওয়া যেতে পারে। আপনার কথায় আমাদের অনেক কিছু পরিবর্তন হতে পারে। অবশ্যই এটা ইতিবাচকভাবে দেখছি।
সমালোচনা করার সঙ্গে নিজের একটি অনুরোধের কথাও জানান তাওহিদ, ‘আমি অনুরোধ করতে পারি, আপনারা যুক্তি দিয়ে সমালোচনা করবেন। আমরা তো বাঙালি। অনেক সময় একটা বিষয় নিয়ে আলোচনা শুরু হলে তা চলতেই থাকে। ব্যাপারটা কিন্তু এমন না। তবে আমি চাই আপনারা সমালোচনা করেন।‘ আগামী ফেব্রুয়ারিতে বিশ্বকাপের আগে টানা হারের মধ্যে থাকলেও দল নিয়ে ইতিবাচক তাওহিদ, ‘আমার মনে হয়, দল ভালোভাবেই গুছানো আছে। কারণ সব খেলোয়াড়রা গত এক বছর অনেকগুলো ম্যাচ খেলেছে। সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হয়েছে। সুযোগ পেলে সবাই কাজে লাগাবে।‘
এসএস/টিএ