গত এপ্রিলেই ‘বুলেট সরোজিনী’তে নজরকাড়া অভিনয়ে দর্শকদের চমকে দিয়েছিলেন শ্রীময়ী চট্টরাজ। মাত্র এক মাসের মাথায় সিরিয়াল ছাড়ার ঘোষণা করে সবাইকে আরও অবাক করেছিলেন তিনি। এর পর কিছুদিন ছোটপর্দা থেকে দূরে থাকলেও আবারও দর্শকদের প্রিয় পর্দায় ফিরছেন জনপ্রিয় এই অভিনেত্রী। জানা গেছে, খুব শিগগিরই তাকে দেখা যাবে নতুন ধারাবাহিক ‘মিলন হবে কত দিনে’-র একটি বিশেষ চরিত্রে।
পূর্বেই আলোচনায় ছিল এই সিরিয়াল। কারণ, ‘গাঁটছড়া’খ্যাত জুটি গৌরব ও শোলাঙ্কির একত্রে ফিরে আসার খবরেই দর্শকদের আগ্রহ আকাশচুম্বী। সেই ধারাবাহিকেই এবার যুক্ত হতে চলেছেন শ্রীময়ী। যদিও তার চরিত্রটি ঠিক কেমন হবে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানাননি অভিনেত্রী। তবু ‘বুলেট সরোজিনী’-র পর তার প্রত্যাবর্তন ঘিরে উৎসুক দর্শকের অপেক্ষা আগের মতোই তীব্র।
ধারাবাহিকের গল্পে শোলাঙ্কি ‘এলা’ এবং গৌরব ‘গোরা’ চরিত্রে অভিনয় করবেন। ভিন্ন মেরুর দুই মানুষের কাছে আসার গল্প নিয়েই গড়ে উঠেছে ‘মিলন হবে কত দিনে’। এই মানবিক প্রেমকেন্দ্রিক গল্পে শ্রীময়ীর চরিত্র কোন দিকে মোড় নেবে, তা দেখার অপেক্ষায় দর্শক।
আগামী ১ জানুয়ারি থেকে প্রতি রাত সাড়ে ন’টায় টেলিভিশনে সম্প্রচার শুরু হবে নতুন এই ধারাবাহিকের। এর সঙ্গে একই সময় পর্দায় যাত্রা শেষ হবে জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোয়া’র।
এসএস/টিএ