গত সপ্তাহে নেটে বল করেছেন প্যাট কামিন্স। আরেক ফাস্ট বোলার জশ হ্যাজেলউডও ছিলেন তার সঙ্গে। দুজনের কাউকে শতভাগ ফিট পায়নি অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট। তাই ব্রিসবেন টেস্টের জন্য পার্থ জয়ী ১৪ জনের দলই রেখে দিয়েছে তারা।
গত শুক্রবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভ স্মিথকে ব্যাটিংয়ে রেখে দীর্ঘসময় বোলিং অনুশীলন করেন কামিন্স। ১৪ জনের দলে জায়গা না হলেও নিজেকে ফিরে পাওয়ার লড়াই করতে তিনি ব্রিসবেনে যাবেন। আগামী সোমবার তার বল করার কথা। আরও দুই সপ্তাহ প্রস্তুতি নিয়ে অ্যাডিলেডে তৃতীয় টেস্টে হয়তো থাকবেন তিনি।
এদিকে পার্থে পিঠের চোট নিয়েও দলে জায়গা ধরে রেখেছেন উসমান খাজা। প্রথম ইনিংসে মাত্র এক রান করেন তিনি। ফিল্ডিংয়ের সময় ক্যাচ নিতে গিয়ে ইনজুরিতে পড়েন এই ওপেনার। দ্বিতীয় ইনিংসে ব্যাট করেননি তিনি। তাতে উপরের দিকে ব্যাটিং করার সুযোগ ভালোভাবে কাজে লাগান ট্রাভিস হেড। বিধ্বংসী ব্যাটিংয়ে দলকে দুই দিনেই জেতান তিনি দ্রুততম সেঞ্চুরিতে। এখন দেখার অপেক্ষা একাদশে খাজাকে বাইরে রেখে হেডকে ওপেনিং করতে দেয় কি না টিম ম্যানেজমেন্ট।
কামিন্সের অনুপস্থিতিতে পার্থে পাঁচ উইকেট নেওয়া ব্রেন্ডন ডগেট সম্ভবত একাদশে টিকে থাকবেন। তার সঙ্গে পেস আক্রমণে থাকবেন মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ড।
আগামী রোববার ব্রিসবেনে দলের খেলোয়াড়রা একত্রিত হবেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) শুরু হবে ম্যাচ। প্রথম ম্যাচে জিতে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে ১-০ তে এগিয়ে স্বাগতিকরা।
অস্ট্রেলিয়া দল: স্টিভ স্মিথ (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডন ডগেট, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস লাবুশানে, নাথান লিয়ন, মাইকেল নেসার, মিচেল স্টার্ক, জ্যাক ওয়েদারল্ড, বিউ ওয়েবস্টার।
পিএ/এসএন