বিপিএলের এবারের নবাগত দল রাজশাহী ওয়ারিয়র্সের প্রধান কোচের দায়িত্ব দেয়া হয়েছে বাংলাদেশের সাবেক ক্রিকেটার হান্নান সরকারকে। এদিকে, দলের সহকারী কোচ করা হয়েছে আরেক সাবেক বাংলাদেশি রাজিন সালেহকে।
কোচিং স্টাফে দেশিদের উপর আস্থা রেখেছে রাজশাহী ওয়ারিয়র্স। হান্নান সরকার ও রাজিন সালেহকে নিয়োগ দিয়ে সেটাই প্রমাণ করল নবাগত দলটি। এই দুইজনকে নিয়োগের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স কর্তৃপক্ষ।
বাংলাদেশের হয়ে ১৭ টেস্ট এবং ২০ ওয়ানডে খেলেছেন হান্নান। খেলোয়াড়ি জীবন শেষে ২০১০ সালে বিসিবির লেভেল-ওয়ান এবং পরবর্তীতে লেভেল-টু কোচিং কোর্স করেন তিনি। কোচিং কোর্স করানোর পর কোচ হিসেবে যাত্রা শুরু করেন তিনি। বিপিএলের প্রথম দুই আসরে দুরন্ত রাজশাহীর সহকারী কোচের দায়িত্বে ছিলেন বাংলাদেশের সাবেক এই ব্যাটার।
অন্যদিকে, রাজশাহী ওয়ারিয়র্সের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পেয়েছেন রাজিন সালেহ। বর্তমানে বিসিবির এইচপি বিভাগের ব্যাটিং কোচের দায়িত্বে রয়েছেন রাজিন সালেহ। এর আগেও বিপিএলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
এদিকে খেলোয়াড় নেয়ার বিষয়ও চমক দেখিয়েছে রাজশাহী। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সরাসরি চুক্তিতে রাজশাহীতে যোগ দেন নাজমুল হোসেন শান্ত। ২০১৬ সাল থেকে বিপিএল খেললেও কখনও নিজ শহরের হয়ে খেলা হয়নি শান্তর। এবার তার সেই আক্ষেপ ফুরাচ্ছে।
কেএন/এসএন