রাজবাড়ীর পাংশার পদ্মা নদীর চর থেকে হেলাল বিশ্বাস (৫৩) নামে এক ব্যক্তি সাপের কামড়ে আহত হয়েছেন।
আজ শুক্রবার সকালে উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহামীরপুর পদ্মার চরে এ ঘটনা ঘটে। আহত কৃষক জীবিত সাপকে ধরে হাসপাতালে নিয়ে আসেন। পরে তিনি জানতে পারেন সাপটির নাম রাসেলস ভাইপার।
আহত হেলাল বিশ্বাস পাংশা উপজেলার শাহীমিরপুর গ্রামের মৃত কুদ্দুস বিশ্বাসের ছেলে।
জানা গেছে, বুধবার পদ্মা নদীর চরে ধানখেতে কাজ করতে যায় হেলাল বিশ্বাস। কিছুক্ষণ কাজ করার সময় তিনি বুঝতে পারেন তার পায়ে কিছুতে কামড় দিয়েছে। পরে তিনি দেখতে পায় তার পাশ দিয়ে একটি সাপ চলে যাচ্ছে। তিনি সাপটিকে ধরে নিয়ে দ্রুত হাসপাতালে চলে আসেন।
হেলাল বিশ্বাসের চাচাতো ভাই বাদশা বিশ্বাস বলেন, আমরা খবর পাই পদ্মা নদীর চরে ধানখেতে কাজ করতে গিয়ে হেলালকে সাপে কামড় দেয়। পরে তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। বর্তমানে আমার ভাই পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. তানসু সোমা বলেন, সকালে আমাদের হাসপাতালে সাপে কাটা একজন রোগী আসছেন। আমরা তাকে এন্টিভেনম দিয়েছি। তার শরীরে প্রেশার বেশ কম। যদি প্রেশার এমন অবস্থায় থাকে আমরা তাকে রেফার্ড করবো।
এবি/টিকে