নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির সম্ভাব্য মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের প্রার্থিতা পরিবর্তনের জন্য মোমবাতি জ্বালিয়ে রিভিউ-এর আবেদন করেছে নারায়ণগঞ্জ মহানগরের বিএনপির নেতারা।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে বন্দর নবীগঞ্জ এলাকায় তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক জনসভায় প্রার্থিতা পরিবর্তনের এই রিভিউ আবেদন করা হয়।
জনসভায় বিএনপির নারায়ণগঞ্জ মহানগর যুগ্ম আহ্বায়ক আবুল কাওসার আশা বলেন, আমরা চাইলে মশাল মিছিল করতে পারতাম, এতে জনগণের দুর্ভোগ সৃষ্টি হতো, মানুষের কষ্ট হতো। তাই আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই সমাবেশে মোমবাতি প্রজ্বালন করে বিএনপি থেকে নারায়ণগঞ্জ-৫ আসনে সম্ভাব্য মনোনীত যে প্রার্থী ঘোষণা করা হয়েছে তার পরিবর্তনের জন্য রিভিউ আবেদন করছি।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা আবু জাফর আহমেদ বাবুল বলেন, যেকোনো মূল্যে আমরা ধানের শীষকে বিজয়ী করে আনব। তবে যারা বিগত আমলে আওয়ামী লীগের সঙ্গে আপস করে চলেছে তাদেরকে আমরা প্রার্থী হিসেবে দেখতে চাই না।
তিনি আরো বলেন, বিগত সময়ে ফ্যাসিস্ট সরকারের সঙ্গে আপস না করার কারণে আমরা হামলা-মামলার শিকার হয়েছি। আমার বাড়ির গৃহকর্মীকে পর্যন্ত মেরে ফেলা হয়েছে, বাড়িঘর ভাঙচুর করেছে এবং গুলি চালিয়েছে।
এখনো আমার অফিসে গুলির দাগ রয়ে গেছে।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, দল যাকে চূড়ান্তভাবে প্রার্থী হিসেবে ঘোষণা করবে, আমরা তার সঙ্গে থাকব। দল এখনো চূড়ান্তভাবে কোনো ব্যক্তিকে মনোনয়ন দেয়নি। তারেক রহমানের কাছে আমরা আবেদন করছি—তৃণমূলের সঙ্গে যারা রাজনীতিতে সক্রিয় ছিল এমন একজনকে প্রার্থী হিসেবে যেন ঘোষণা করা হয়।
নারায়ণগঞ্জ- ৫ আসনের সাবেক সাংসদ অ্যাডভোকেট আবুল কালাম বলেন, ধানের শীষের মার্কা তৃণমূলে যারা হামলা মামলার শিকার হয়েছে, তাদের হক। আমরা আশা করব বিএনপির শীর্ষ নেতৃত্ব এ বিষয়ে ভুল করবে না। এই মার্কা তৃণমূলের সমর্থিত নেতৃবৃন্দের হাতে তুলে দেবেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন আকতার হোসেন খোকন শাহ, আয়শা সাত্তার, মিঠু, সেলিম, আশরাফ, ফিরোজ আহমেদ, যাবের, কাজি জিল্লুর রহমান, রিপন, নাসির উল্লাহ টিপু, ডা. মাহাবুব, বরকতুল্লাহ প্রমুখ।
এবি/টিকে