এমপি হতে পারলে বাকি ২৯৯ এমপির ‘জান’ বের করে ফেলব : ওসমান হাদি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থিতা ঘোষণা করার পর থেকেই জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। প্রচারণার অংশ হিসেবে এবার রাজধানীতে ভ্যান র‍্যালি করেছেন তিনি।

শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে ভ্যান র‍্যালি শুরু হয়। র‍্যালিটি পুরানা পল্টন মোড়, কদম ফোয়ারা, শিক্ষা ভবন মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর ও রাজু ভাস্কর্য হয়ে বিকেল ৪টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে পৌঁছায়।

শরিফ ওসমান হাদি তার বক্তব্যে বলেন, ‘যদি এমপি হইতে পারি ইনশাল্লাহ বাকি ২৯৯ জন এমপির ‘জান’ বের করে ফেলব। যারা চাদাবাজি করে, দখল করে প্রত্যেকের নাম সংসদে দাঁড়াইয়া বিসমিল্লাহ বলে বইলা দেব। সব হেভিওয়েট, কম হেভিওয়েট, পাতি মাস্তান, গরম মাস্তান সবাইকে আমরা জানিয়ে দিতে চাই—বাংলার জমিনে আর কেউ আওয়ামী লীগ হতে পারবে না। কেউ যদি মাফিয়াতন্ত্রের আওয়ামী লীগ হতে চায়, আমরা আবার জুলাই হয়ে নেমে আসব।

আমি একা ওসমান হাদি ঢাকা-৮ এর প্রার্থী নই। সব মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে ৩০০ আসনে আমার যত ভাই, আমার যত বোন জনগণের ম্যান্ডেট নিয়ে নয়া রাষ্ট্র নির্মাণের জন্য নির্বাচন করবে, আমরা তাদের সবার জন্য প্রচারণা করব।

তিনি আরো বলেন, বন্ধুরা, আজকে যে লিফলেটটি আপনাদের হাতে এসেছে, এটি আমার ব্যক্তিগত অর্থে তৈরি করা নয়। শহীদ পরিবারের সদস্যরা আমাদের ডিজাইন সংগ্রহ করে নিজেরাই এটি ছাপিয়ে আমাদের হাতে তুলে দিয়েছেন।

এ জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আরো জানাতে চাই, এই কর্মসূচির পরে শাহবাগে আমরা ‘কনসার্ট ফর ঢাকা’ আয়োজন করছি। সেখানে জাতীয় কবির গানসহ জুলাইয়ের জনপ্রিয় গানগুলো পরিবেশিত হবে। ভাইয়েরা বলতে নিষেধ করেছে, তবু জানাই- বাংলাদেশ রিভেঞ্জ ব্যান্ড আমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক নিচ্ছে না। তারা ভালোবাসা থেকেই এই কনসার্টে অংশ নিচ্ছে।

ওসমান হাদি বলেন, অনেকে জানতে চান-তফসিল ঘোষণা হলে আমরা কী করব। আমরা ইতিমধ্যে পাড়া-মহল্লায় গিয়ে আপনাদের কাছ থেকে ইশতেহারের প্রস্তাব সংগ্রহ করছি। প্রতিদিন বোর্ড নিয়ে গেলে জনতা সেখানে নিজেদের চাহিদা লিখে দিচ্ছেন। আপনাদের প্রতিটি লেখা আমরা আমাদের রিসার্চ টিমের কাছে দিয়েছি। তারা সেগুলো গুছিয়ে জনদাবির ভিত্তিতে সমাধানের খসড়া তৈরি করছে। ইনশাআল্লাহ, আমরা আবারও ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে সেই সমাধানগুলো আপনাদের সামনে তুলে ধরব। আমাদের পডকাস্টেও বিষয়গুলো ব্যাখ্যা করার চেষ্টা করব।

তিনি বলেন, ঢাকা-৮ নিয়ে মানুষের মধ্যে কেন এত আগ্রহ-এর একটি কারণ হলো, রাজধানীতে যে অনিয়ম, চাঁদাবাজি বা দখলদারি হয়, তার অনেকটাই এই গুরুত্বপূর্ণ এলাকাকে কেন্দ্র করে ঘটে। কারণ এখানে সচিবালয়, সুপ্রিম কোর্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বহু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অবস্থিত।

আমি যদি ইনশাআল্লাহ এমপি হতে পারি, তবে সবার আগে ন্যায়, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করব। কেউ যাতে অনিয়ম, চাঁদাবাজি বা মাফিয়াতন্ত্রের মাধ্যমে জনগণের ক্ষতি করতে না পারে, সেই ব্যবস্থাই গড়ে তুলব। অনেকে বলেন, সিস্টেমের ভেতরে থেকে সিস্টেম পরিবর্তন করা সম্ভব নয়। আমি বলতে চাই, সিস্টেম ভাঙা আমার উদ্দেশ্য নয়; বরং সিস্টেমকে স্বচ্ছ, কার্যকর ও ন্যায়ভিত্তিক করা এটাই হবে আমাদের লক্ষ্য।

আমরা দেশের অন্য ২৯৯ আসনের প্রতিনিধিদের সঙ্গেও ন্যায় ও শুদ্ধতার ভিত্তিতে সমন্বয় করে কাজ করতে চাই, যাতে জনগণের ম্যান্ডেটই সর্বোচ্চ শক্তি হয়ে দাঁড়ায়। যদি এমপি হইতে পারি ইনশাআল্লাহ বাকি ২৯৯ জন এমপির ‘জান’ বের করে ফেলব।

প্রচারণায় প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেয়। প্রচারণার অংশ হিসেবে জাতীয় জাদুঘরের সামনে আজ সন্ধ্যায় ‘কনসার্ট ফর ঢাকা-৮’ আয়োজন করা হয়েছে।

টিজে/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
আ. লীগ আমলে হিন্দুদের বাড়িঘর দখল হয়েছে : আমানউল্লাহ আমান Nov 28, 2025
img
রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করতে হবে : আদিল মুহাম্মদ খান Nov 28, 2025
img
কৌশলগত সুপারিশ বাদ দিয়ে দুদক অধ্যাদেশ চূড়ান্ত, টিআইবির ক্ষোভ Nov 28, 2025
img
পুলিশকে কামড়ে পালানো সেই ছাত্রদল নেতা বহিষ্কার Nov 28, 2025
img
ক্ষমতায় এলে ঘুষবিহীন চাকরির নিশ্চয়তা দেবে বিএনপি : আবুল কালাম Nov 28, 2025
img
শিক্ষার চেয়ে বড় পৃথিবীতে আর কিছু নেই : শামা ওবায়েদ Nov 28, 2025
img
ইসলাম এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের গ্যারান্টি : এ টি এম আজহারুল Nov 28, 2025
img
বিশ্বকাপে বাংলাদেশের অভিষেক কাল Nov 28, 2025
img
সাহেবকে ‘পথপ্রদর্শক’ বললেন অভিনেত্রী সুস্মিতা দে Nov 28, 2025
img
বিতর্কিত সিদ্ধান্তে জয় থেকে ৩ রান দূরত্বে থাকা ম্যাচ পরিত্যক্ত Nov 28, 2025
img
ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেওয়া হবে না : ধর্ম উপদেষ্টা Nov 28, 2025
img
সাইফ হাসানকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পক্ষে নন নান্নু Nov 28, 2025
img
পেঁয়াজ নিয়ে এবার রপ্তানিকারকদের ‘কাঁদিয়ে ছাড়ছে’ বাংলাদেশ Nov 28, 2025
img
বিমানবন্দরে যাত্রীর লাগেজ চুরি, কর্তৃপক্ষের ব্যাখ্যা Nov 28, 2025
img
কানাডায় কপিল শর্মার ক্যাফে হামলার মূল অভিযুক্ত গ্রেপ্তার Nov 28, 2025
img
ইউরোপে হামলা করবে না রাশিয়া- লিখিত নিশ্চয়তা দিতেও প্রস্তুত পুতিন Nov 28, 2025
img
শাহজাহান চৌধুরীর মন্তব্যে জামায়াতের নীলনকশা উন্মোচিত হয়েছে : আবুল হাশেম Nov 28, 2025
img
আগুন নিয়ে যারা খেলা করে তাদের পরিণতিও ভবিষ্যতে খারাপ হবে: শিবির সভাপতি Nov 28, 2025
img
নতুন করে শপথ নিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন জামায়াতে আমির Nov 28, 2025
img
কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর স্মরণসভায় অনুপস্থিত দুই মেয়ে Nov 28, 2025