একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা প্রথম পত্রের সিলেবাস পরবর্তী শিক্ষাবর্ষের জন্য অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
এনসিটিবি বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এ-সংক্রান্ত একটি চিঠি তিনটি শিক্ষা অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের কাছে পাঠিয়েছে।
চিঠিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা প্রথম পত্রের জন্য ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিদ্যমান পাঠ্যসূচি প্রযোজ্য হবে। পুনরায় নির্দেশনা না দেয়া পর্যন্ত বিদ্যমান এই পাঠ্যসূচি পরবর্তী শিক্ষাবর্ষগুলোর জন্যও বলবৎ থাকবে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অবহিত করার নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয় গঠিত পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটির সুপারিশ এবং জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির অনুমোদনক্রমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা প্রথম পত্রে বারোটি গদ্য ও বারোটি পদ্য নির্বাচন করে পাঠ্যসূচি নির্ধারণ করা হয়েছিল। সেই সিদ্ধান্তই বহাল রইল।
আরপি/টিকে