গলাচিপায় আগুনমুখা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষ, একজন নিখোঁজ

আগুনমুখা নদীতে দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় এক ব্যক্তি নদীতে নিখোঁজ রয়েছেন।

জানা গেছে, নিখোঁজ ব্যক্তির সন্ধানে সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত নদীতে অভিযান চালিয়েছে কোস্টগার্ড। কোস্ট গার্ডের সিনিয়র পেটি অফিসার মো. শাহজামান এ তথ্য নিশ্চিত করেন।

গলাচিপা পানপট্টি ঘাটের স্পিডবোটের পরিচালক মোমেন জানান, সোমবার সন্ধ্যায় পানপট্টি লঞ্চঘাট এলাকায় রাঙ্গাবালীর কোড়ালিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে গলাচিপার পানপট্টি আসছিল একটি স্পিডবোট। স্পিডবোটটি পানপট্টি ঘাটের কাছাকাছি আসলে পায়রা বন্দরের অপর আরেকটি স্পিডবোটের সঙ্গে সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী স্পিডবোটটি উল্টে যায়।

এ সময় বোটে থাকা যাত্রীদের মধ্যে চারজনকে পাওয়া গেলেও অজ্ঞাত এক যাত্রী নিখোঁজ রয়েছে।

গলাচিপা থানার ওসি আখতার মোর্শেদ বলেন, নিখোঁজ ব্যক্তি সম্পর্কে কেউ সঠিক তথ্য দিতে পারেনি। তবে আমরা সব ধরণের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on:

সর্বশেষ