ইজতেমায় গোলযোগ ঠেকাতে সতর্ক র‌্যাব : বেনজীর

র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, বিশ্ব ইজতেমার এক পর্ব শেষ হওয়ার পর স্থান বদলের সময় যেন গোলযোগ না হয় সেজন্য সতর্ক রয়েছে র‌্যাব। যেকোন ধরণের গোলযোগ ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার বিশ্ব ইজতেমার সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও জানান, ইজতেমা ময়দানে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এছাড়া আকাশ এবং নৌপথেও আইনশৃঙ্খলা বাহিনীর টহল থাকবে।

বেনজীর আহমেদ বলেন, সরকারের সঙ্গে তাবলীগ জামাতের দুই গ্রুপের মুরুব্বীদের যোগাযোগ হয়েছে। এবার প্রত্যেকে যার যার জায়গা থেকে সচেতন রয়েছেন।

 

টাইমস/এসএন/আরএ

Share this news on:

সর্বশেষ