জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছয়জন উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।
রোববার (৩০ নভেম্বর) প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বদলি হওয়া কর্মকর্তারা স্বাস্থ্য শিক্ষা, ধর্ম, সমাজকল্যাণ, ভূমি, যুব ও ক্রীড়া বিষয়ক বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে নতুন দায়িত্ব পালন করবেন।
কর্মকর্তাদের প্রত্যেককে নিজ নিজ কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। এই বদলির সঙ্গে সঙ্গে পূর্বের দায়িত্ব থেকে অবমুক্ত হওয়ার বিষয়টিও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও দক্ষ করার অংশ হিসেবে এ পদায়ন করা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী বদলি হওয়া কর্মকর্তাদের দ্রুত দায়িত্বভার গ্রহণ করতে বলা হয়েছে।
এবি/টিকে