বহু হিট গান উপহার দিয়েছেন সঙ্গীতশিল্পী উদিত নারায়ণ। আশির দশক থেকে এখন পর্যন্ত তার গাওয়া অসংখ্য গান শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। একসময় মাসে মাত্র ১০০ টাকা আয় করতেন তিনি, আর এখন তিনি কোটি টাকার মালিক। অনেকে তাকে ‘সুরের সম্রাট’ও বলেন।
১ ডিসেম্বর তিনি পা দিয়েছেন ৭০ বছরে। হিট, ফ্লপ, বিতর্ক সব মিলিয়ে রঙিন তার জীবনযাত্রা। জন্মদিন উপলক্ষে তার জীবনের কিছু অজানা দিক তুলে ধরা হলো।
শৈশব ও অনুপ্রেরণা
নেপালের কাঠমান্ডুতে জন্ম উদিতের।
বাবা ছিলেন কৃষক। তবে সঙ্গীতের মূল অনুপ্রেরণা ছিলেন তাঁর মা, যিনি একজন লোকশিল্পী হিসেবে পরিচিত ছিলেন। মায়ের গান শুনেই ছোটবেলা থেকে তার গানের প্রতি ভালোবাসা জন্মায়। ছোট ছোট স্টেজ শো দিয়ে শুরু হয় তার পথচলা।
প্রথমদিকে খুব একটা পরিচিতি পাননি।
প্রথম বড় সুযোগ
দীর্ঘ সংগ্রামের পর ১৯৮০ সালে আসে জীবনের বড় সুযোগ। ‘ঊনিশ–বিশ’ ছবিতে মহম্মদ রাফির সঙ্গে ‘মিল গেয়া’ গানটি গেয়ে বলিউডে অভিষেক হয় তার। এরপর আর তাকে পেছনে তাকাতে হয়নি। ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘স্বদেশ’, ‘বীর–জারা’, ‘মেলা’, ‘ধাড়কান’, ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘তেরে নাম’ এমন অসংখ্য ছবিতে তার গাওয়া জনপ্রিয় গান আজও সমানভাবে জনপ্রিয়।
বিতর্কের মুখে উদিত
গান ছাড়াও তিনি আলোচনায় এসেছেন নানা বিতর্কে। চলতি বছরের শুরুতে এক কনসার্টে সেলফি তুলতে আসা এক নারী ভক্তকে হঠাৎ ঠোঁটে চুম্বন করেন তিনি। সেই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, এবং ব্যাপক সমালোচনার মুখে পড়েন উদিত।
সূত্র : আনন্দবাজার