পৃথিবীর সমুদ্রের অতল গভীরে লুকিয়ে আছে এমন এক গুপ্তধন, যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। আমরা সাধারণত খনি থেকে সোনা আহরণের কথা শুনি, কিন্তু আপনি জানেন কি সমুদ্রের পানিতে মিশে আছে প্রায় ২০ মিলিয়ন বা ২ কোটি টন সোনা?
বিজ্ঞানীরা ধারণা করছেন, পৃথিবীর সাগর-মহাসাগরগুলোর পানিতে দ্রবীভূত অবস্থায় রয়েছে এই বিপুল পরিমাণ স্বর্ণ। এর বর্তমান বাজারমূল্য শুনলে চমকে যাবেন যা প্রায় ২ কোয়াড্রিলিয়ন ডলারেরও বেশি! অর্থাৎ, এই অংকটি সাধারণ ক্যালকুলেটরে হিসাব করাও কঠিন।
তবে এখনই ধনকুবের হওয়ার স্বপ্ন দেখার আগে একটি বড় সমস্যার কথা জানা দরকার। এই বিশাল পরিমাণ সোনা কোনো বড় খণ্ড বা বার আকারে নেই। এটি সমুদ্রের লোনা পানিতে আণুবীক্ষণিক কণা হিসেবে মিশে আছে। ঘনত্ব এতটাই কম যে, বর্তমান প্রযুক্তিতে এই সোনা পানি থেকে আলাদা করে আনা প্রায় অসম্ভব এবং অত্যন্ত ব্যয়বহুল।
প্রশ্ন হলো, ভবিষ্যতে কি আমরা এই 'তরল সোনা' হাতে পাব? বিজ্ঞানীরা হাল ছাড়ছেন না। প্রযুক্তির উৎকর্ষে হয়তো একদিন সমুদ্রের লোনা জল ছেঁকে বের করে আনা সম্ভব হবে এই মহামূল্যবান সম্পদ। নাকি প্রকৃতির এই ভাণ্ডার চিরকাল মানুষের ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে তা সময়ই বলে দেবে।
সূত্র: ফার্স্ট পোস্ট, গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড
এমকে/এসএন