ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি) এ বছরের ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকাদের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় শীর্ষে রয়েছেন নতুন দুই মুখ আহান পান্ডে ও অনীত পাড্ডা।
অবাক করা বিষয় হলো এই তালিকার শীর্ষে নাম নেই শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, রজনীকান্ত বা রণবীর কাপুরের মতো বিখ্যাত তারকার নাম।
আইএমডিবি’র তালিকা অনুসারে, ‘২০২৫ সালের সবচেয়ে জনপ্রিয় ভারতীয় তারকার প্রথম স্থানে আছেন আহান। তার ঠিক পরেই দ্বিতীয় স্থানে আছেন তার সহ-অভিনেতা অনীত।সারাবছর ধরে দর্শকদের সার্চ আর আগ্রহের ভিত্তিতেই তৈরি হয়েছে এই তালিকা।’
শীর্ষ তারকা হওয়ার প্রতিক্রিয়ায় আহান বলেন, ‘এটা আমার জন্য খুবই সম্মানের। প্রথম ছবিতেই আইএম ডিবি’র সবচেয়ে জনপ্রিয় ভারতীয় তারকা হিসেবে প্রথম হওয়া সত্যিই স্বপ্নপূরণের মতো। এই স্বীকৃতি আমাকে কাজের প্রতি আরও দায়বদ্ধ করে তুলবে।’
অনীত বলেন, ‘আইএমডিবি কর্তৃক জনপ্রিয় তারকার স্বীকৃতি পাওয়া এখনো অবাস্তব মনে হয়। ‘সাইয়ারা’ সিনেমা আমার জীবনকে বদলে দিয়েছে। বিভিন্ন দেশ, ভাষার মানুষ আমার অভিনয়ে ভালোবাসা খুঁজে পেয়েছেন। এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।’
মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’ এ বছর ভারতের অন্যতম সর্বোচ্চ আয়কারী ছবি। যার বিশ্বব্যাপী আয় ৫৮০ কোটিরও বেশি। এটি সবচেয়ে বেশি আয় করা বলিউড রোমান্টিক ফিল্মের রেকর্ড ভেঙেছে।
অনীত-আহানের পরেই আইএমডিবি’র তালিকায় আছেন সুপারস্টার আমির খান, যার ‘সিতারে জামিন পার’ বেশ সফল হয়।
শীর্ষ দশে রয়েছে ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’র লক্ষ্য। ‘লোকাহ চ্যাপ্টার ওয়ান’ এর অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শিনী। তালিকার শেষদিকে আছেন ‘কান্তারা চ্যাপ্টার ওয়ান’ ঋষভ শেঠি ও রুকমিনি বাসন্ত। এছাড়াও স্থান পেয়েছেন ঈশান খট্টর, রাশমিকা মান্দানা ও তৃপ্তি দিমরি।
কেএন/টিএ