ঘরের মাঠে লিভারপুলের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে বহিষ্কৃত হওয়ায় কষ্ট পাচ্ছেন লুকাস পাকুয়েতা। ওয়েস্ট হ্যাম ইউনাইটেড কোচ নুনো ইসপিরিতো সান্তো বলেছেন, তার দলের এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার এজন্য ভীষণ হতাশ।
ইংলিশ প্রিমিয়ার লিগে গত রোববার ২-০ গোলে পরাজয়ের ওই ম্যাচে লাল কার্ড পাওয়ার তেতো অভিজ্ঞতা হয় পাকুয়েতার।
খেলার তখন বাকি ছিল ১০ মিনিটেরও কম সময়। রেফারির সিদ্ধান্তের বিরোধিতা করে ৬০ সেকেন্ডের ব্যবধানে দুবার হলুদ কার্ড দেখেন পাকুয়েতা।
সতীর্থরা শান্ত করার চেষ্টা করলেও, রেফারি ড্যারেন ইংল্যান্ডকে তিরস্কার করতে থাকেন ২৮ বছর বয়সী মিডফিল্ডার। শেষ পর্যন্ত লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি।
ম্যাচ শেষে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের কঠোর সমালোচনা করেন পাকুয়েতা। অভিযোগ করেন, দীর্ঘ স্পট-ফিক্সিং তদন্তের সময়ে তাকে কোনো ধরনের মানসিক সহায়তা দেয়নি তারা। দীর্ঘ তদন্তের পর অবশ্য গত জুলাইয়ে এফএ-র আনা স্পট-ফিক্সিংয়ের চারটি অভিযোগ থেকে মুক্তি পান তিনি।
এরপর, নিজে লাল কার্ড দলকে বিপদের মুখে ঠেলে দেওয়ায় সামজিক মাধ্যমে এক বার্তায় সতীর্থ ও ভক্তদের কাছে ক্ষমা প্রার্থনা করেন পাকুয়েতা।তবে দাবি করেন, তার আচরণ লাল কার্ড দেখার মতো ছিল না।
আগামী বৃহস্পতিবার ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে খেলবে ওয়েস্ট হ্যাম। এর আগের দিন কোচ নুনোর সংবাদ সম্মেলনে এলো সেই লাল কার্ডের প্রসঙ্গ। “লুকাসের সঙ্গে আমি কথা বলেছি এবং সে সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছে।”
“সে ঠিক নেই এবং সে কষ্ট পাচ্ছে। সে হতাশ ও ব্যথিত; কিন্তু নিজের ভুল সে বুঝতে পেরেছে। এই ধাক্কা সয়ে সে এগিয়ে যেতে চায়। ফুটবলারদের কত ঝামেলার মধ্য দিয়ে যেতে হয়, কখনও কখনও মানুষ সেটা বুঝতে পারে না। তবে লুকাস এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবে।”
অলিম্পিক লিঁও থেকে ২০২২ সালে ওয়েস্ট হ্যামে যোগ দেন পাকুয়েতা। পূর্ব লন্ডনের ক্লাবটিতে তার চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত। তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনা থাকলেও নুনো জানালেন, ওয়েস্ট হ্যামে ভালো আছেন পাকুয়েতা।
এমআর