বলিউডের বর্ষীয়ান ও জনপ্রিয় অভিনেতা অনুপম খেরের সোশ্যাল মিডিয়া পোস্ট এখন নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। পোস্টটি তিনি সরাসরি ট্যাগ করেছেন বিশ্বের অন্যতম ধনী এবং বহুল ব্যবহৃত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এর (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ককে।
কোনো চমকপ্রদ নতুন প্রকল্পের ঘোষণা বা বাণিজ্যিক অংশীদারিত্বের জন্য নয়, বরং তার এক্স হ্যান্ডেলে ঘটে যাওয়া এক বিপত্তির কথা জানাতেই তিনি দ্বারস্থ হয়েছেন মাস্কের।
গত দুই সপ্তাহেরও কম সময়ে অনুপম খের তার এক্স অ্যাকাউন্ট থেকে প্রায় ৯ লাখের বেশি ফলোয়ার হারিয়েছেন! এই বিপুল সংখ্যক অনুরাগী হঠাৎ কেন উধাও হলেন, তা নিয়েই প্রশ্ন তুলেছেন অভিনেতা।
এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে তিনি ইলন মাস্ককে উদ্দেশ্য করে লেখেন, ‘প্রিয় মিঃ ইলন মাস্ক। গত ১৫ দিনে আমি আমার ৯ লাখের বেশি ফলোয়ার হারিয়েছি। আপনি বা আপনার টিমের কেউ কি জানেন হঠাৎ এটা কেন হল? এটা একটি পর্যবেক্ষণ, অভিযোগ নয় এখন পর্যন্ত।’
বর্তমানে, অনুপম খেরের এক্স প্ল্যাটফর্মে মোট ফলোয়ারের সংখ্যা প্রায় ১ কোটি ৯৫ লাখের মতো। এতো জনপ্রিয় একজন তারকার ফলোয়ারের সংখ্যা এভাবে দ্রুত কমতে থাকায় স্বাভাবিকভাবেই হতবাক তিনি।
অনুপম খেরের এই পোস্টটি প্রকাশ্যে আসার পরপরই তার অনুরাগী মহল থেকে নানা মিশ্র প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। অনেকেই যেমন এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, তেমনি কেউ কেউ আবার কৌতুকপূর্ণ মন্তব্যও করেছেন।
এক ভক্ত অনুপম খেরকে সরাসরি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, ‘আপনার কাছে ৯ লক্ষ ফলোয়ার কী?’ অন্য একজন অনুরাগী এই ফলোয়ার কমার কারণ হিসেবে প্ল্যাটফর্মের রক্ষণাবেক্ষণকে দায়ী করেছেন। তিনি লিখেছেন, ‘স্যার, যেসব অ্যাকাউন্ট আর টুইটারে (এক্স-এ) নেই বা ব্লক করা হয়েছে, সেগুলোর কারণেই সংখ্যা কমেছে।’
প্রসঙ্গত, ইলন মাস্কের মালিকানাধীন প্ল্যাটফর্ম 'এক্স'-এ ফলোয়ারের সংখ্যা কমে যাওয়া নিয়ে এর আগেও অনেক তারকা অভিযোগ করেছেন। তবে অনুপম খেরের মতো একজন জনপ্রিয় অভিনেতার ক্ষেত্রে এত বড় সংখ্যক ফলোয়ার হারানো, মাস্কের প্ল্যাটফর্মের ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।
আইকে/এসএন