বলিউডের কিং অফ রোমান্স শাহরুখ খান যখন মুখ খুললেন বিবাহ–পরামর্শ নিয়ে, তখনই সঙ্গে ছিলেন তাঁর দীর্ঘদিনের অনস্ক্রিন সঙ্গী কাজল। যুক্তরাজ্যের লন্ডনের লেস্টার স্কয়ারে দু’জনের নতুন ভাস্কর্য উন্মোচনের পর বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে উঠে এল রসিকতা, নস্টালজিয়া আর ‘ডিডিএলজে’–র জাদু।
সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া সাংবাদিকের প্রশ্ন ছিল—নবদম্পতিদের জন্য শাহরুখের টিপস কী? তার আগেই হেসে কাজল বলে ওঠেন, “ওর সব ছবিই তো বিয়ের আগের গল্প নিয়ে। বিয়ের পরের বিষয়ে ও কিছু জানে না!” শাহরুখও রসিক ভঙ্গিতে যোগ করেন, “বিয়ের আগে পর্যন্ত আমি পরামর্শ দিতে পারতাম। বিয়ের পর তুমি নিজ দায়িত্বে।”
তবুও কিং খানের সংক্ষিপ্ত পরামর্শ ছিল—“রোমান্স থাকতে হবে, গান থাকতে হবে… আর ‘ডিডিএলজে’ অবশ্যই দেখা থাকতে হবে।”
৩০ বছর পূর্তি, লন্ডনে রোমান্টিক জুটির মূর্তি
প্রায় ‘মৌসুমি বর্ষণ’–এর মতো আবহাওয়ার মধ্যে লেস্টার স্কয়ারে উন্মোচিত হয়েছে শাহরুখ–কাজল জুটির নতুন মূর্তি। ৩০ বছর পূর্তি উপলক্ষে ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’–র প্রতি এই শ্রদ্ধা নিবেদন।
লন্ডন থেকে ইউরোপ, কিংস ক্রস থেকে পাঞ্জাব—রাজ–সিমরনের প্রেমকাহিনি বলিউড ইতিহাসে এক অনন্য অধ্যায়। আর সেই গল্পের দুই নায়ক–নায়িকাকে এখন লেস্টার স্কয়ারে পাশাপাশি দেখা যাবে হ্যারি পটার, প্যাডিংটন আর ব্রিজেট জোন্সের ভাস্কর্যের পাশে।
মূর্তি দেখে উচ্ছ্বসিত শাহরুখ বলেন, “এটা যেন জীবন্ত পুতুলের মতো। আমি বেশ সুদর্শন লাগছি, কাজলও দারুণ।”
কাজলের প্রতিক্রিয়া—“অবিশ্বাস্য অনুভূতি। অসাধারণ এক সম্মান।”
গ্লোবাল আইকন শাহরুখ: হলিউড কিংবদন্তিদের কাতারে
হিন্দি চলচ্চিত্রের এই সুপারস্টার শুধু অভিনয়েই নয়, প্রযোজনা প্রতিষ্ঠান পরিচালনা, ক্রিকেট দলের মালিকানা—সব মিলিয়ে গড়েছেন বিরাট সাম্রাজ্য। সম্প্রতি তিনি ঢুকেছেন বিলিয়নিয়ারদের ক্লাবে, যেখানে আছেন আর্নল্ড শোয়ার্জনেগার, রিহানা, টাইগার উডস আর টেলর সুইফটের মতো বিশ্ব তারকারা।
২০২৩ সালে চার বছরের বিরতির পর পর্দায় ফিরেন শাহরুখ। নতুন অ্যাকশন ছবি ‘কিং’-এর ইঙ্গিতও দিয়েছেন তিনি। তবে জেমস বন্ড হওয়ার প্রশ্নে খানিক হাস্যরস—“না, আমার সেই উচ্চারণ নেই। আর আমি ‘শেকেন মার্টিনি’ পছন্দ করি না।”
সিনেমা হল বনাম স্ট্রিমিং—মত দিলেন কাজল–শাহরুখ
মহামারির পর বলিউড বাকিদের মতোই চ্যালেঞ্জের মুখে পড়েছে। দর্শকের হাতে এখন অসংখ্য বিকল্প। কাজলের মতে, “চয়েস বেড়ে যাওয়ায় সিদ্ধান্ত নেওয়াই কঠিন হয়ে পড়েছে।” শাহরুখের বিশ্বাস, “কমিউনিটি ভিউয়িং সবসময় থাকবে। আমরা একসঙ্গে দেখতেই ভালোবাসি।”
ইয়াশ রাজ ফিল্মসের প্রধান অক্ষয় বিদ্যালানি বলেন, লন্ডনে ‘ডিডিএলজে’–র প্রতি এই সম্মান ভারতীয় সিনেমার বৈশ্বিক প্রভাবের প্রমাণ।
হার্ট অব লন্ডন বিজনেস অ্যালায়েন্সের প্রধান রস মরগান জানান, “বলিউডের এই কালজয়ী গল্প লন্ডনের স্কয়ারে স্থায়ীভাবে জায়গা পাওয়ায় আমরা গর্বিত।”
লন্ডনের হৃদয়ে এখন রাজ–সিমরনের প্রেম অমর, আর শাহরুখ–কাজলের সেই চিরচেনা জাদু আবারও আলো ছড়াচ্ছে হাজার দর্শকের চোখে।
ইএ/এসএন