রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার বলেছেন, ভারতকে জ্বালানি সরবরাহ ‘নিরবচ্ছিন্নভাবে’ চালিয়ে যেতে তিনি প্রস্তুত। নয়াদিল্লিকে মস্কো থেকে তেল কেনা বন্ধে যুক্তরাষ্ট্রের তীব্র চাপের সময় এই মন্তব্য করলেন তিনি।
নয়াদিল্লি সফরে পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেন, ‘রাশিয়া তেল, গ্যাস, কয়লা এবং ভারতের জ্বালানি উন্নয়নের জন্য প্রয়োজনীয় সবকিছুর একটি নির্ভরযোগ্য সরবরাহকারী। দ্রুত বর্ধনশীল ভারতীয় অর্থনীতির জন্য আমরা জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ আরো বজায় রাখতে প্রস্তুত।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগস্টে অধিকাংশ ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন। এর কারণ হিসেবে উল্লেখ করা হয়, নয়াদিল্লির রাশিয়ান তেল কেনা অব্যাহত রাখা, যা থেকে অর্জিত রাজস্ব ইউক্রেনে যুদ্ধ পরিচালনায় সহায়তা করছে বলে ওয়াশিংটনের দাবি।
মোদি পুতিনকে তার ‘ভারতের প্রতি অবিচল অঙ্গীকার’-এর জন্য ধন্যবাদ জানান এবং বলেন, ‘জ্বালানি নিরাপত্তা ভারত-রাশিয়া অংশীদারত্বের একটি শক্তিশালী ও গুরুত্বপূর্ণ স্তম্ভ।’
তবে পারমাণবিক বিদ্যুতের প্রসঙ্গ উল্লেখ করলেও মোদি তেলের বিষয়ে কোনো নির্দিষ্ট উল্লেখ করেননি।
মোদি পুতিনকে ‘আমার বন্ধু’ বলে সম্বোধন করেন এবং নয়াদিল্লি ও মস্কোর দীর্ঘদিনের সম্পর্কের প্রশংসা করেন।
কর্মসংস্থান, স্বাস্থ্য, জাহাজ চলাচল এবং রাসায়নিক খাতসহ নানা বিষয়ে একগুচ্ছ চুক্তি বিনিময়ের পর মোদি পুতিনকে বলেন, ‘আমরা ২০৩০ সাল পর্যন্ত একটি অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচিতে সম্মত হয়েছি।’
তিনি আরো বলেন, ‘এর মাধ্যমে আমাদের বাণিজ্য ও বিনিয়োগ হবে বৈচিত্র্যময়, ভারসাম্যপূর্ণ এবং টেকসই।’
এমআর/টিকে