কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত জেলা কমিটির উদ্যোগে “জনতায় বৈধতা” শীর্ষক পতাকা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কক্সবাজার শহরের পর্যটন জোনে ডলফিন মোড় থেকে শুরু হয়ে সমুদ্রসৈকত জুড়ে দর্শনার্থীদের মধ্যে ১৯৭১টি পতাকা বিতরণের মধ্য দিয়ে এই কর্মসূচি সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন, সদ্য ঘোষিত জেলা কমিটির আহ্বায়ক প্রফেসর আকতার আলম, সদস্য সচিব সহকারী অধ্যাপক ওমর ফারুক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন সাঈদ, যুগ্ম আহ্বায়ক শফিক, সাংগঠনিক সম্পাদক রাইয়ান কাসেমসহ এনসিপি নেতৃবৃন্দ।
এছাড়া সহযোগী সংগঠনগুলোর মধ্যে জেলা যুবশক্তির আহ্বায়ক আসিফ বাপ্পি, সদস্য সচিব শামিম ফরহাদ এবং জেলা শ্রমিকশক্তির আহ্বায়ক মোহাম্মদ সোহেল উপস্থিত ছিলেন।
কর্মসূচি প্রসঙ্গে চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন দেশের একটি গণমাধ্যমকে বলেন, মুক্তিযুদ্ধ বাংলাদেশের গৌরবের ইতিহাস। জনতায় বৈধতা প্রতিষ্ঠার রাজনৈতিক ভিত্তি গড়ে তোলাই আমাদের লক্ষ্য। ১৯৭১ শুধু একটি সংখ্যা নয়—এটি বাংলাদেশের জন্মের স্মারক। তাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং আমাদের অস্তিত্বের চিহ্ন ধরে রাখতে ১৯৭১টি পতাকা বিতরণ করা হচ্ছে। কুষ্টিয়া থেকে ঘুরতে আসা সেলিনা রহমান বলেন, এটি দারুণ ও ইউনিক একটি উদ্যোগ। এতে মানুষের সচেতনতা বাড়বে এবং নতুন বিজয়ের গল্প ছড়িয়ে দেওয়া যাবে।
ইউটি/টিএ