নির্বাচিত হলে লাকসামকে জেলায় রূপান্তর করব: আবুল কালাম

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালাম বলেছেন, শুধুমাত্র বিএনপি করার অপরাধে আমাদের ছেলেমেয়েরা চাকরি-বাকরি পায়নি। কর্মসংস্থানের ক্ষেত্রে তৎকালীন ফ্যাসিস্ট সরকার বৈষম্য সৃষ্টি করেছে। নির্বাচিত হলে লাকসামকে জেলায় রূপান্তর করব। লাকসামে জেলার সব সুবিধা নিশ্চিত করব।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে লাকসাম উপজেলার রাজঘাট এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত উঠান বৈঠক ও মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা ক্ষমতায় আসলে নিয়ম মোতাবেক যার যার যোগ্যতা অনুযায়ী চাকরি দেব। এটা আপনাদের প্রতি আমাদের ওয়াদা। আমরা যদি ক্ষমতায় আসি শিক্ষা খাতে অনেক বেশি বরাদ্দ রাখব। স্বৈরাচার সরকার এই খাতকেও ধ্বংস করে দিয়েছে।

বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক বলেন, আপনাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তারেক রহমানের নেতৃত্বে আমরা দীর্ঘ সময় আন্দোলন-সংগ্রাম করেছি। এই আন্দোলন-সংগ্রামের ফসল বিগত ২০২৪ সালের ৫ আগস্ট। জুলাই-আগস্ট বিপ্লবে এই এলাকায় জিসান নামের একজন নিহত হয়েছে। আজকে আমরা তার শহীদি মর্যাদার জন্য দাবি জানাচ্ছি। এমন অসংখ্য শহীদের বিনিময়ে জুলাই-আগস্ট বিপ্লব হয়েছে। সেই বিপ্লবের মহানায়ক তারেক রহমান।

তিনি আরও বলেন, তারেক রহমান আজ থেকে ১৫-১৬ বছর আগে এই সংগ্রাম শুরু করেন। ওয়ান-ইলেভেনের পর থেকে শুরু হওয়া সংগ্রামের ফসল ঘরে এসেছে ৫ আগস্ট ২০২৪ সালে। এরপর এই দেশের ক্ষমতায় আসে অন্তর্বর্তীকালীন সরকার। পরবর্তীতে সারাদেশে ২৩৭টি আসনে দলের মনোনয়ন দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই লাকসাম-মনোহরগঞ্জে আমাকে ধানের শীষ প্রতীক দিয়ে তারেক রহমান আপনাদেরকে সালাম জানাতে পাঠিয়েছেন।

তিনি আরও বলেন, আমাদের ৮০০-এর ওপর নেতাকর্মী গুম হয়েছে। দেশনেত্রী, তিন তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নিরলস আন্দোলনের ফসল আজকের এই সভা-সমাবেশ। আমাদের নেত্রী আন্দোলন-সংগ্রাম করেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, আপনার ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আজ আমাদের নেত্রী অসুস্থ। তার জন্য সারাদেশের মানুষ দোয়া করছেন। আমরা সবাই দোয়া করছি যেন আল্লাহ পাক আমাদের প্রিয় নেত্রীকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

নির্বাচিত হলে লাকসামে ব্যাপক উন্নয়ন করবেন উল্লেখ করে আবুল কালাম বলেন, এই লাকসামে কোনো মহিলা কলেজ নেই। আমরা বিজয়ী হলে এখানে মহিলা কলেজ করা হবে। লাকসামকে জেলায় রূপান্তর করব। লাকসামে জেলার সব সুবিধা নিশ্চিত করব। কুমিল্লাকে আমরা বিভাগ করব। কুমিল্লা বিভাগ হলে পুরোনো উপজেলা হিসেবে লাকসামকে জেলা করা হবে। লাকসাম যদি জেলা হয় এখানে বিশ্ববিদ্যালয় করা হবে। আপনাদের ছেলেমেয়েরা লেখাপড়ার জন্য কুমিল্লা-ঢাকায় যেতে হবে না, ইনশাআল্লাহ।

এ সময় লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি মজির আহম্মেদ, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রশিদ কমিশনার, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশুসহ অন্যান্য নেতাকর্মীর উপস্থিত ছিলেন। 

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ম্যাচ হেরে সমর্থকদের টিকেটের অর্থ ফেরত দিচ্ছে ম্যানচেস্টার সিটি Jan 22, 2026
img
গ্রিনল্যান্ড ইস্যুতে বিশ্বকাপ বয়কট করবে না ফ্রান্স Jan 22, 2026
img
চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ এহতেশামুল হক ভোলা গ্রেপ্তার Jan 22, 2026
img
আচরণবিধি না মানলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা: চট্টগ্রাম ডিসি Jan 22, 2026
img
৫ ব্যাংকের আমানতকারীদের সুখবর দিল বাংলাদেশ ব্যাংক Jan 22, 2026
img
১২ ফেব্রুয়ারি শুধু ভোট নয়, বাংলাদেশ বদলে দেওয়ার লড়াই: ব্যারিস্টার ফুয়াদ Jan 22, 2026
img
ছাত্রদলের ৩ নেতাকে শোকজ Jan 22, 2026
img
আমরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা করছি এবং করব : শামা ওবায়েদ Jan 21, 2026
img
২৫৯ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করল ইসলামী আন্দোলন Jan 21, 2026
img
ট্রাম্পের আমন্ত্রণে বোর্ড অফ পিস'র অংশ হচ্ছে পাকিস্তান Jan 21, 2026
img
ভোটের আগে ও পরে ১২ দিন মাঠে থাকবে যৌথ বাহিনী : স্বরাষ্ট্রসচিব Jan 21, 2026
img
অপরাধী নয় এমন আ. লীগ নেতাকর্মীদের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব: ফয়জুল করিম Jan 21, 2026
img
বায়োপিকে স্ত্রী ডোনা হবেন কে? বলবেন সৌরভ নিজেই Jan 21, 2026
img
বিশ্বকাপ নিয়ে ‘মিরাকল’-এর আশায় বিসিবি সভাপতি Jan 21, 2026
img
কানাডা থেকে ২ কোটি ৭১ লাখ ৫০ হাজার লিটার সয়াবিন কিনবে সরকার Jan 21, 2026
img
স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কার হলেন চট্টগ্রাম বিএনপির ৩ নেতা Jan 21, 2026
img
ট্রেলারেই ঝড় তুলল ‘ও রোমিও' Jan 21, 2026
img
ইভ্যালির সিইও রাসেলের বিরুদ্ধে ২৬৩ ও শামীমার বিরুদ্ধে ১২৮ পরোয়ানা Jan 21, 2026
img
ফিফটি করে বিশ্ব রেকর্ড গড়লেন ভারতীয় ব্যাটার অভিষেক শর্মা Jan 21, 2026
img
দাঁড়িপাল্লার পক্ষে মাঠে নামছেন এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু Jan 21, 2026