বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মালদ্বীপে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে রাজধানী মালের দূরবর্তী তিলাফুশি আইল্যান্ডের স্থানীয় একটি হলরুমে এই দোয়া মাহফিলের আয়োজন করে দ্বীপটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান।
মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত এবং পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন মাওলানা ফরিদ উদ্দিন। এ সময় মোনাজাতে শরীক হয়ে প্রবাসী বাংলাদেশিরা একযোগে খালেদা জিয়ার আশু নিরাময় ও সুস্থতা চান।
বিএনপি মালদ্বীপ শাখার সহসভাপতি এমরান হোসেন তালুকদারের সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন দলটির সহসভাপতি মো. ফারুক, যুগ্ম সম্পাদক রবিউল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. হালিম ভুঁইয়া, প্রচার সম্পাদক খলিলুর রহমান শাহাজী, মাহফিলের আয়োজক প্রবাসী ব্যবসায়ী আবু আহাম্মদ সেলিম মিয়া, জাতীয়বাদী তাঁতী দলের মালদ্বীপ শাখার আহ্বায়ক এস.কে আবু মুছা, ফয়সাল আহমেদ ও আবদুল কাদের প্রমুখ।
মাহফলের আগে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে খলিলুর রহমান বলেন, দেশ এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই সময়ে বেগম খালেদা জিয়াকে জাতির খুব প্রয়োজন। তিনি দ্রুত সুস্থ হয়ে দেশকে সঠিক দিকনির্দেশনা দেবেন এ প্রত্যাশা ব্যক্ত করেন, একইসাথে সবার প্রতি খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করারও আহ্বান জানান তিনি।
মাহফিলে বিএনপি মালদ্বীপ শাখার নেতাকর্মীরা ছাড়াও আইল্যান্ডে বসবাসরত সাধারণ প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
এসএস/এসএন