চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার বলেছেন, জামায়াতে ইসলামী আগামীতে সরকার গঠন করবে। জামায়াতের বিজয় হবে কেন্দ্র দখল করে নয়, কেন্দ্র দখলের ইতিহাস জামায়াতে ইসলামীর নেই। কেন্দ্র দখলের ইতিহাস যাদের রয়েছে, তাদের মাথায় শুধু কেন্দ্র দখলের চিন্তা। শনিবার সন্ধ্যায় ফটিকছড়ি থানা জামায়াতের অফিস উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন বলেন, জামায়াতের অফিস অন্য রাজনৈতিক দলের মত নয়, এটি মানুষের আত্মিক ও নৈতিক উন্নতির জায়গা। এখানে কোরআন শিক্ষা, প্রশিক্ষণ ও দাওয়াতের কার্যক্রম চলবে। জনগণকে তথ্যসেবা প্রদানের ব্যবস্থাও থাকবে।
ফটিকছড়ি থানা আমির নাজিম উদ্দিন ইমুর সভাপতিত্বে এতে আলোচক ছিলেন সাবেক অতিরিক্ত সচিব গোলাম হোসেন ও ছাত্রশিবিরের উত্তর জেলা সভাপতি মোহাম্মদ শওকত আলী।
থানা সেক্রেটারি ইউসুফ বিন সিরাজের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূজপুর থানা জামায়াতের আমির অধ্যাপক জাহাঙ্গীর আলম, সাবেক থানা আমির নাজিমুদ্দিন সিকদার ও নুরুল আলম আজাদ, উত্তর জেলা শিল্প বাণিজ্য শাখার সভাপতি আব্দুর রহিম, অ্যাডভোকেট ইসমাঈল গনি, অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনূস প্রমুখ।
এবি/টিকে