দুর্নীতির অভিযোগে পাঁচ বছরেরও বেশি সময় ধরে বিচারাধীন নেতানিয়াহুকে ক্ষমা করার জন্য ট্রাম্পের আনুষ্ঠানিক অনুরোধ প্রত্যাখ্যান করেছেন ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ।
রোববার (৭ ডিসেম্বর) আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়।
এতে বলা হয়, মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর সাথে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট হার্জোগ বলেছেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের বন্ধুত্ব এবং তার মতামতকে সম্মান করি। তবে জোর দিয়ে বলেন, ইসরাইল একটি সার্বভৌম দেশ এবং এর আইনি ব্যবস্থাকে সম্পূর্ণরূপে সম্মান করতে হবে।’
ইসরাইলের প্রেসিডেন্ট আরও বলেন, ‘এটি অবশ্যই একটি অসাধারণ অনুরোধ। তবে এটি যখন আমি মোকাবেলা করব তখন সবার আগে ইসরাইলি জনগণের স্বার্থের কথা বিবেচনা করব। ইসরাইলি জনগণের মঙ্গল আমার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অগ্রাধিকার।’
গত মাসে, ট্রাম্প হার্জোগকে একটি চিঠি পাঠিয়েছিলেন যেখানে তিনি ইসরাইলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলোকে রাজনৈতিক এবং অযৌক্তিক বলে সমালোচনা করেন।
এমআর/টিকে