যশোরে ১১ কেজি স্বর্ণসহ আটক ৩

যশোরে প্রায় ১১ কেজি ওজনের ৯৪টি স্বর্ণের বারসহ তিন চোরকারবারিকে আটক করেছে বিজিবি। এসব স্বর্ণ ভারতে পাচারের জন্য বেনাপোল সীমান্তে নিয়ে যাচ্ছিল চোরাকারবারিরা। এসময় চোরাকারবারিদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

জানা যায়, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে যশোর-বেনাপোল সড়কের নতুনহাট এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশী চালায় বিজিবি। এসময় তিনজনকে ১০ কেজি ৯৩৫ গ্রাম ওজনের ৯৪টি স্বর্ণের বারসহ আটক করা হয়।

আটককৃতরা হলেন- যশোরের শার্শা উপজেলার দুর্গাপুর গ্রামের জাহিদুল ইসলাম, একই উপজেলার আমলাই গ্রামের ইয়াকুব আলী ও কুমিল্লাার দাউদকান্দি উপজেলার নলচক গ্রামের দেলোয়ার হোসেন।

যশোরের ৪৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিজিবির একটি টহল দল রাত আড়াইটার দিকে যশোর-বেনাপোল সড়কের পুলেরহাট এলাকায় বেনাপোল সীমান্তমুখী একটি প্রাইভেটকার তল্লাশী চালায়। এ সময় তারা প্রাইভেটকার থেকে ৯৪ পিস স্বর্ণেরবার উদ্ধার করে। যার ওজন ১০ কেজি ৯৩৫ গ্রাম। উদ্ধার হওয়া সোনার মূল্য ৬ কোটি ৬০ লাখ টাকা।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: