আইএল টি-টোয়েন্টিতে দারুণ ছন্দে রয়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। গত ম্যাচে জোড়া উইকেটের পর, রোববার (৭ ডিসেম্বর) আবুধাবির বিপক্ষেও জোড়া উইকেট পেয়েছেন তিনি। তাতে সহয় জয় নিয়ে মাঠ ছেড়েছে মোস্তাফিজের দল দুবাই ক্যাপিটালস।
দুবাইয়ে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আবুধাবির অধিনায়ক জেসন হোল্ডার। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে দুবাই। রভম্যান পাওয়েল ৫২ বলে ৯৬ রান করে ছিলেন অপরাজিত। ৮টি চারের সঙ্গে ৪টি ছক্কার মার। এছাড়া, ৩৬ বলে ৫২ রান করেন জর্ডান কক্স। দুটি উইকেট পান জেসন হোল্ডার।
জবাব দিতে নেমে শুরুতেই অ্যালেক্স হেলসকে হারায় আবুধাবি। প্রথম ওভারে বিদায় নেন আলিশান শরাফুও। দলীয় ১০ রানের মধ্যে উন্মুক্ত চাঁদও মোস্তাফিজের শিকার হয়ে সাজঘরে ফিরলে খেই হারিয়ে ফেলে দল।
এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি আবুধাবি। শেষ পর্যন্ত ১৫.৩ ওভারে আবুধাবি গুটিয়ে যায় মাত্র ১০৩ রানে, এতে ৮৩ রানের বিশাল জয় পায় মোস্তাফিজের দল দুবাই।
দুবাইয়ের পক্ষে ওয়াকার সালামখেইল একাই শিকার করেন চারটি উইকেট, ২৯ রানের খরচায়। উন্মুক্ত চাঁদ ছাড়াও মোস্তাফিজ শিকার করেন ওপেনার ফিল সল্টকে, ২১ বলে ২৭ রান করেন এই ইংলিশ তারকা। এদিকে দুটি করে উইকেট পান ডেভিড উইলি ও মোহাম্মদ নবী।
ইএ/টিএ