২০২৪ সালে শেষ বার বাংলাদেশের জার্সি গায়ে খেলেছেন সাকিব আল হাসান। তবে বাংলাদেশের জার্সিতে এখনও খেলার ইচ্ছা রয়েছে তার। বিয়ার্ড বিফোর উইকেট পডকাস্টে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব। সেই পডকাস্টে তিনি এটাও জানিয়েছেন, গত বছর রাজনীতিতে যোগ দেয়া সাকিব দেশের মানুষের জন্য এখনও রাজনীতি চালিয়ে যেতে চান তিনি।
বিয়ার্ড বিফোর উইকেট পডকাস্টে সাকিব নানা প্রশ্নের উত্তর দিয়েছেন। সেখানে নিজের যাপিত জীবন, ইচ্ছা-উদ্দীপনা ও ফেলে আসা দিন তুলে ধরেছেন সাবেক অধিনায়ক। তবে সাকিব যে এখনও রাজনীতি চালিয়ে যেতে চান, সেটাও জানিয়েছেন তিনি।
সাকিব বলেন, 'আমার মনে হয়, ক্রিকেট ক্যারিয়ার প্রায় শেষ করেছি। হয়তো এখন রাজনীতির অংশ বাকি আছে। এটা এমন কিছু যা আমি বাংলাদেশের মানুষ এবং মাগুরাবাসীর জন্য করতে চাই। এটা ছিল আমার ইচ্ছা, যা এখনও আমার ইচ্ছা। দেখা যাক, আল্লাহ আমাকে কোথায় নিয়ে যান।'
দ্বাদশ সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে এমপি নির্বাচিত হন সাকিব আল হাসান। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে ফেরেননি তিনি। ক্যারিয়ারের পাঠ শেষ করার আগে রাজনীতিতে যোগ দেওয়াটা অনেকের কাছে গ্রহণযোগ্য হয়নি।
সাকিব বারবার দেশে ফিরতে চাইলেও ফেরা হয়নি। তবে তিনি জানিয়েছেন, ঠিকিই দেশে ফিরবেন এবং দেশ, বিশেষ করে মাগুরার মানুষের জন্য রাজনীতি করে যাবেন।
এদিকে পডকাস্টে সাকিব জানিয়েছেন, তার ইচ্ছা তিনি বাংলাদেশে আসবেন, পূর্ণাঙ্গ একটা সিরিজ খেলবেন-তারপরই অবসর নেবেন। সাকিব বলেন, ‘আনুষ্ঠানিকভাবে আমি এখনও অবসর নেইনি। ফলে আমি প্রথমবার এই ব্যাপারে মুখ খুলতে যাচ্ছি। আমার পরিকল্পনা হচ্ছে বাংলাদেশে ফিরে গিয়ে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলা, টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি তিন ফরম্যাটে এবং অবসর নেয়া। এটাই আমার প্ল্যান। একটি সিরিজ খেলেই তিন ফরম্যাট থেকে অবসরে যেতে চাই। এটাই আমি চাই।’
পিএ/টিএ