অস্ট্রেলিয়ার কাছে টানা দুই টেস্টে লজ্জাজনক হার। অ্যাশেজ সিরিজ ঝুঁকির মুখে। এমন সংকটময় সময়েই নিজ দলের প্রতি কঠোর সতর্কতা ছুঁড়ে দিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। দুই ম্যাচ শেষে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়া ইংল্যান্ডকে সামনে রেখে স্টোকস স্পষ্ট জানিয়ে দিলেন, ইংল্যান্ড ড্রেসিংরুম ‘দুর্বলদের জায়গা নয়’।
স্টোকস বিবিসিকে বলেন, ‘অস্ট্রেলিয়া দুর্বলদের জায়গা নয়। এটা আমি বারবার বলেছি। আর আমি যে ড্রেসিংরুমের অধিনায়ক, সেটাও দুর্বল মানুষের জন্য নয়।’
চাপের মুহূর্তে দলের খেই হারিয়ে ফেলার প্রবণতাকেই বড় সমস্যা হিসেবে দেখছেন স্টোকস।
তার ভাষায়, ‘ম্যাচ যখন সমানে-সমানে থাকে, আমরা সেই গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে জিততে পারছি না। এখানেই অস্ট্রেলিয়া আমাদের ছাপিয়ে যাচ্ছে।’
ইংল্যান্ডের বাজে পারফরম্যান্স নিয়ে অস্ট্রেলীয় মিডিয়া তুলোধুনো করছে দলটিকে। সংবাদ শিরোনামে এসেছে, ‘হম্বলড’, ‘হিউমিলিয়েটেড’, ‘অ্যাশেজে বাজবলের পতন’।
যা স্টোকস ও ব্রেন্ডন ম্যাককালামের আক্রমণাত্মক কৌশলের ব্যর্থতার ইঙ্গিত।
ইংল্যান্ডের কিংবদন্তি ব্যাটসম্যান জিওফ্রে বয়কটও তীব্র সমালোচনা করে বলেছেন, ‘এই ব্যাটিং-বোলিং নিয়ে তো ডিমের কাপও জিততে পারবে না ইংল্যান্ড, অ্যাশেজ তো দূরের কথা।’
১৭ ডিসেম্বর অ্যাডিলেডে তৃতীয় টেস্টের আগে নুসা বিচে চার দিনের ছুটি নিয়েছে ইংল্যান্ড দল। টানা দুই হারের পর এমন সিদ্ধান্তকে অনেকেই ভালো চোখে দেখছেন না। তবে স্টোকস মনে করেন, মানসিক পুনরুদ্ধারের জন্য এই বিরতি অত্যন্ত জরুরি।
তিনি বলেন, ‘মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়লে ভালো ক্রিকেট খেলতে পারবেন না। কয়েক দিনের ছুটি ঠিকই প্রয়োজন।’
এমআর/টিকে