বিদেশ থেকে মোবাইল ফোন আনা নিয়ে প্রবাসীদের মধ্যে চলমান গুজব ও বিভ্রান্তি স্পষ্ট করেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তিনি জানিয়েছেন, বর্তমান সরকার প্রবাসীদের সুবিধার জন্য নতুনভাবে দুটি মোবাইল ফোন আনার অনুমতি দিয়েছে।
ড. আসিফ নজরুল সোমবার (৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টে জানিয়েছেন, “অন্তর্বর্তীকালীন সরকার বা আমার সম্পর্কে মিথ্যাচার নতুন নয়। সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ প্রচার করছে যে প্রবাসীদের মোবাইল ফোন সেট নিয়ে অন্যায় বা বৈষম্য করা হচ্ছে। এটি সম্পূর্ণ ভ্রান্ত।”
তিনি আরও ব্যাখ্যা করেন, “শেখ হাসিনার আমলে প্রবাসীরা ব্যবহার করা ফোনের সঙ্গে মাত্র একটি নতুন ফোন আনতে পারতেন। কিন্তু বর্তমান সরকার প্রবাসীদের সুবিধা বাড়ানোর জন্য দুটি নতুন ফোন আনার অনুমতি দিয়েছে। তিনটির বেশি আনলে অতিরিক্ত ফোনের জন্য শুধুমাত্র ট্যাক্স দিতে হবে। এটি এনবিআর ব্যাগেজ রুল পরিবর্তনের মাধ্যমে প্রবাসীদের সুবিধার্থে করা হয়েছে।”
উপদেষ্টা উল্লেখ করেন, এই সুবিধা শুধুমাত্র বিএমইটির ছাড়পত্রপ্রাপ্ত প্রবাসী কর্মীদের জন্য প্রযোজ্য। অন্যদের ক্ষেত্রে আগের নিয়মই প্রযোজ্য থাকবে।
এছাড়া দেশের যে কেউ নতুন মোবাইল ফোন ব্যবহার করলে আগামী ১৬ ডিসেম্বর থেকে ৬০ দিনের মধ্যে সেট রেজিস্ট্রেশন করতে হবে। তিনি নিশ্চিত করেছেন, এটি প্রবাসী বা সাধারণ নাগরিক-সবাইকে প্রযোজ্য আইন। সরকারের উদ্দেশ্য হলো অবৈধ ফোন ব্যবহারের কারণে দেশে ও প্রবাসে ঘটে যাওয়া অপহরণ, হুমকি, চাঁদাবাজি ও জুয়া নিয়ন্ত্রণ করা।
ড. আসিফ নজরুল প্রবাসীদের কাছে আবেদন জানিয়েছেন, “গুজব ও মিথ্যাচার থেকে সতর্ক থাকুন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভ্রান্ত তথ্য ও গিবত করা ইসলামের দৃষ্টিতে গুরুতর পাপ। সঠিক তথ্য জানিয়ে ও সচেতন হয়ে এসব প্রতিরোধ করতে হবে।”
কেএন/টিকে