সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের দাবিতে হাইকোর্ট-মৎস্য ভবন সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলের দিকে তারা সড়কে অবস্থান নেন। এরআগে, সকাল থেকে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ জারির দাবিতে বেশ কয়েকদিন ধরে আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছেন শিক্ষার্থীরা। এ অবস্থায় শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়ে তারা বলেন, অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত অবস্থান ছাড়বেন না।
বিশ্ববিদ্যালয়ের খসড়া আইন প্রকাশ হলেও শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ,পরিচয়হীনতায় ভুগছেন তারা। সেশনজটের পাশাপাশি তৈরি হচ্ছে ভবিষ্যৎ ক্যারিয়ার সংকটও।
এর আগে অধ্যাদেশ জারির দাবিতে গতকাল (রোববার) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে রাখেন তারা। পরে জনদুর্ভোগ এড়াতে অবরোধ তুলে নিলেও ঘোষণা দেন অধ্যাদেশ না পাওয়া পর্যন্ত কেউ বাসায় ফিরবেন না। ফলে রাতেও শিক্ষাভবনের সামনেই অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যান তারা।
উল্লেখ্য, গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে একটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্তের কথা জানায়। একই বার্তায় আরও জানানো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তিও বাতিল করা হয়েছে।
এসএস/এসএন