তেহরানে মঙ্গলবার (৯ ডিসেম্বর) অনুষ্ঠিত এক বৈঠকে বেইজিং চুক্তি বাস্তবায়নে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সৌদি আরব, ইরান এবং চীন। সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-খুরেইজি সৌদি আরব, ইরান ও চীনের ত্রিপক্ষীয় যৌথ কমিটির তৃতীয় বৈঠকে অংশ নেন।
সৌদি ও ইরান পক্ষ “বেইজিং চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে তাদের অঙ্গীকার এবং জাতিসংঘ সনদ, ইসলামিক কো-অপারেশন অর্গানাইজেশনের সনদ ও আন্তর্জাতিক আইন মেনে চলার মাধ্যমে দুই দেশের মধ্যে সুসাম্প্রতিবেশী সম্পর্ক আরও জোরদার করার প্রচেষ্টা অব্যাহত রাখবে” বলে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক বিবৃতিতে জানিয়েছে।
সৌদি আরব ও ইরান চীনের ইতিবাচক ভূমিকা এবং বেইজিং চুক্তি বাস্তবায়নে তাদের ধারাবাহিক সমর্থনকেও স্বাগত জানিয়েছে।
এদিকে, চীন বিভিন্ন ক্ষেত্রে সৌদি আরব ও ইরানের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে দুই দেশের গৃহীত পদক্ষেপগুলোকে সমর্থন এবং উৎসাহিত করতে তার প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছে।
তিন দেশ সৌদি-ইরান সম্পর্কের চলমান অগ্রগতি এবং এর ফলে সব স্তরে সৃষ্ট সম্ভাবনাগুলোও স্বাগত জানিয়েছে বলে এসপিএ জানিয়েছে।
তিন দেশই ফিলিস্তিন, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলি আগ্রাসনের তাৎক্ষণিক অবসান দাবি করেছে।
তারা ইরানের ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে যেকোনো হামলা বা আগ্রাসনকেও নিন্দা জানিয়েছে।
এমআর