আরপিও নিয়ে বিভিন্ন দলের সমালোচনার মধ্যেও নির্বাচন কমিশন তফসিল ঘোষণার আগেই আরপিও সংশোধনের উদ্যোগ গ্রহণ করবে বলে আশা থাকলেও এখনো সংশোধনের কার্যক্রম না থাকায় হতাশা প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় নির্বাচনকসংক্রান্ত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংবাদ সম্মেলনে তিনি এই হতাশা প্রকাশ করেন।
সাইফুল হক বলেন, নির্বাচনী কার্যক্রমে বিভিন্ন মাফিয়াচক্র অংশীদার হয়েছে জানিয়ে আগামী জাতীয় সংসদও কালো টাকার মালিক এবং মাফিয়াদের অংশীদারিত্বে পরিণত হতে পারে।
তিনি বলেন, নির্বাচন এতে করে প্রশ্নবিদ্ধ হতে পারে। রাজপথে নির্বাচনী প্রচারণায় জবরদখল জবরদস্তিমূলক জায়গায় নেয়া যাবে না জানিয়ে সাইফুল হক বলেন, আসন্ন নির্বাচন কোনোভাবেই বিতর্কিত হওয়া যাবে না। তা না হলে এর দায় সরকার ও ইসিকে নিতে হবে বলেও দাবি করেন তিনি।
সাইফুল হক আরও বলেন, নির্বাচন নিয়ে সংঘাত সৃষ্টি হলে গোটা পরিস্থিতির সুযোগ গ্রহণ করবে অভ্যুত্থান বিরোধীরা আর পরোক্ষভাবেও লাভবান হবে তারা।
ইএ/এসএন