রাজশাহীর তানোরে ভূগর্ভস্থ পানি তোলার জন্য করা একটি গভীর গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে ৩২ ঘণ্টা পর মৃত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে শিশুটিকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বানাবাস হাঁসডাক বলেন, শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিসের সদর স্টেশন কর্মকর্তা দিদারুল ইসলাম দেশের একটি গণমাধ্যমকে বলেন, রাতে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসকরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করেন।
গত বুধবার দুপুরে তানোর উপজেলার কোয়েলহাট পূর্ব পাড়া গ্রামে মায়ের সঙ্গে হেঁটে যাওয়ার সময় শিশু সাজিদ গভীর গর্তে পড়ে যায়। সে স্থানীয় মো. রাকিবুল ইসলামের ছেলে।
স্থানীয়দের ভাষ্য, কোয়েলহাট এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে এবং গভীর নলকূপ বসানোর ওপর নিষেধাজ্ঞা আছে। এর পরও গ্রামের কছির উদ্দিন তাঁর জমিতে পানি পাওয়া যায় কি না, তা পরীক্ষা করতে গর্তটি খনন করেন। পরে গর্তটি ভরাট করা হলেও বর্ষায় মাটি বসে নতুন করে গর্ত সৃষ্টি হয়। সেই গর্তেই পড়ে যায় সাজিদ।
বুধবারের ওই ঘটনার পর দুপুর আড়াইটার দিকে শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের দল। একে একে আটটি ইউনিট উদ্ধারকাজে যোগ দেয়। মূল গর্তের পাশ থেকে এক্সকাভেটর দিয়ে খনন শুরু করা হয় সন্ধ্যা থেকে। ৪৫ ফুট গভীর পর্যন্ত খনন শেষে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়।
আইকে/টিকে