শৈশবের সেই একটি বাক্য আজও অভিনেত্রী স্নেহা চ্যাটার্জির জীবনের চালিকাশক্তি। বড় হয়েও বারবার সেই কথাটাই ফিরে আসে তার মনে ভালবাসা সে-ই, যে ডানা মেলে দেয়, উড়তে বাধা দেয় না। একজন অভিনেত্রী হিসেবে যেমন, একজন মানুষ হিসেবেও সেই দর্শন তাঁকে পথ দেখায়। আনন্দবাজারকে দেওয়া পুরোনো এক সাক্ষাৎকারে স্নেহা বলেছিলেন, তাঁর বাবা ছোটবেলায় এই কথাটাই বুঝিয়েছিলেন যার সঙ্গে থাকলে তুমি আরো শক্ত হয়ে ওঠো, যার উপস্থিতি তোমাকে এগিয়ে যেতে সাহায্য করে, সেই ভালবাসাই সত্যিকারের ভালবাসা।
জীবন ও সম্পর্ক নিয়ে স্নেহার এই সহজ অথচ গভীর ব্যাখ্যা তাঁর অনুরাগীদেরও ছুঁয়ে যায়। গ্ল্যামার, আলো, ক্যারিয়ারের চাপ সবকিছুর মাঝেও তিনি মনে করেন, সম্পর্কের ভিত্তি হওয়া উচিত সম্মান ও প্রেরণা। তিনি বলেন, যেকোনো সম্পর্কে যদি মানুষ নিজের স্বপ্ন হারিয়ে ফেলে, নিজের উন্নতির পথ বন্ধ হয়ে যায়, তবে তা ভালবাসা নয়, তা এক ধরনের বাঁধা হয়ে ওঠে। তাই তিনি এমন পরিবেশ ও মানুষকে গুরুত্ব দেন, যারা তাঁর মনকে মুক্ত রাখে, কাজের শক্তি বাড়ায় এবং জীবনে এগিয়ে যেতে সাহস জোগায়।
স্নেহার এই দৃষ্টিভঙ্গি কেবল ব্যক্তিগত অভিজ্ঞতার ফসল নয়, বরং তাঁর মূল্যবোধের পরিচয়। সম্পর্ককে তিনি দেখেন স্বাধীনতা ও সমর্থনের চোখে; আর সেই কারণেই তাঁর কথাগুলো আজও অনুপ্রেরণা হয়ে থাকে বহু তরুণ তরুণীর কাছে।
আরপি/এসএন