অভিনয়ের প্রতিটি দিন যেন নতুন চ্যালেঞ্জ। ভারতীয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, তিনি প্রতিদিনই নিজেকে প্রমাণ করার তাগিদ নিয়ে কাজে নামেন। নতুন চরিত্রে অভিনয় শুরু করার সঙ্গে সঙ্গে মনে হয় এটাই শেষ সুযোগ, এই মুহূর্তে নিজেকে প্রমাণ করতে হবে। সেই অনুভূতি তাঁকে প্রতিনিয়ত নিজের সেরাটা দিতে উদ্বুদ্ধ করে।
শুভশ্রী বলেন, প্রত্যেকবার নতুন চরিত্রে অভিনয় করতে গেলে তিনি নিজেকে নতুনভাবে দেখতে চেষ্টা করেন। প্রতিদিনের এই চেষ্টা তাঁকে আত্মবিশ্বাসী করে তোলে, এবং দর্শকের সামনে প্রতিবার এক নতুন রূপে হাজির হওয়ার শক্তি জোগায়। অভিনয়ের এই দৃষ্টিভঙ্গি শুধু পারফরম্যান্স নয়, বরং নিজের দক্ষতা ও সীমা চেনার এক প্রক্রিয়া।
আরপি/এসএন