হাদির ওপর হামলা সুপরিকল্পিত ষড়যন্ত্র : রিজভী

ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম–৮ আসনে বিএনপি’র মনোনয়নপ্রাপ্ত প্রার্থী এরশাদ উল্লাহর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বিএনপি নেতাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে দায় চাপানোর একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র।

শনিবার (১৩ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি’র উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। হাদি ও এরশাদ উল্লাহর ওপর হামলার ঘটনার প্রতিবাদ এবং দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ সভার আয়োজন করা হয়।

রিজভী বলেন, হামলার ঘটনার মাত্র এক থেকে দুই ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট ছড়িয়ে দেওয়া হয়, যেখানে কোনো ধরনের তদন্ত ছাড়াই বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ইঙ্গিত করে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করা হয়।

রিজভী প্রশ্ন তুলে বলেন, ঘটনার এত অল্প সময়ের মধ্যে যদি ফেসবুকে দোষী নির্ধারণ করে ফেলা হয়, তাহলে তদন্তের প্রয়োজন কোথায়? এটি কি ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাইনি’ ধরনের অবস্থা নয়?

রিজভী বলেন, এই এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতারা বসবাস করেন। শান্তিনগর, শাজাহানপুর, খিলগাঁওসহ আশপাশের এলাকায় বহু বড়ো রাজনৈতিক নেতা থাকেন, কিন্তু তারা কেউ কখনো এ ধরনের হামলার শিকার হননি। তাহলে কেন হঠাৎ করে শরিফ ওসমান হাদিকে টার্গেট করা হলো?

ওসমান হাদি কখনই মির্জা আব্বাসের বিরুদ্ধে কোনো বক্তব্য দেননি বলে উল্লেখ রিজভী বলেন, তাকে বিরক্ত করেননি বা রাজনৈতিকভাবে আক্রমণ করেননি। তিনি দেশের শত্রুদের বিরুদ্ধে কথা বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। ঢাকা–৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়াই কি তার অপরাধ?

রিজভী আরও বলেন, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক ছাত্রনেতা কোনো তদন্ত ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় পর্যায়ের একজন সিনিয়র নেতাকে গ্যাংস্টার বলে আখ্যা দেয়। আমরা ৩৬ বছর আগেও ছাত্রনেতা ছিলাম, বড়ো বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলাম, কিন্তু কখনো অন্য দলের কোনো সিনিয়র নেতাকে এভাবে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করিনি।
রিজভী বলেন, পুলিশ কমিশনার নিজেই গণমাধ্যমে জানিয়েছেন যে হামলার সঙ্গে জড়িতদের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এটি বিএনপি’র কোনো বক্তব্য নয়। এটি রাষ্ট্রের দায়িত্বশীল তদন্তকারী সংস্থার বক্তব্য।

জনগণ বুঝে গেছে, প্রশাসনও বুঝে গেছে কারা এই ভয়ংকর ষড়যন্ত্রের নায়ক বলেন রিজভী। তিনি বলেন, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। কিন্তু কেউ-কেউ ৫ আগস্টের পর দেশে বিশৃঙ্খলার সংস্কৃতি তৈরি করতে চেয়েছে। উচ্ছৃঙ্খল জনতাতন্ত্র দিয়ে কখনো সুশাসন, ন্যায়বিচার ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা যায় না।
রিজভী আরও বলেন, হাদির ওপর যারা হামলা চালিয়েছে, তারা যেই হোক জনগণ তাদের চিনে ফেলেছে। আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম প্রমুখ।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
আফগানিস্তানকে ৩ উইকেটে হারিয়ে যুব এশিয়া কাপ শুরু বাংলাদেশের Dec 13, 2025
img
২ বছরের অপেক্ষার অবসান, ‘ব্যাচেলর পয়েন্ট’ চ্যাপ্টার সিক্সে ফারিয়া শাহরিন Dec 13, 2025
img
‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’ অবিলম্বে চালু, এমপি প্রার্থীরা পাবেন অস্ত্রের লাইসেন্স Dec 13, 2025
img
রিজভীর বক্তব্য বোগাস, আমি এমন কিছু বলিনি: ডিএমপি কমিশনার Dec 13, 2025
img
হাদি ও লক্ষ্মীপুরের ঘটনাকে বিচ্ছিন্ন মনে করছে ইসি Dec 13, 2025
img
ছদ্মবেশে থাকা আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা জরুরি: নাহিদ ইসলাম Dec 13, 2025
img
অপু বিশ্বাস আন্তরিক, বুবলী দায়িত্বশীল : সজল Dec 13, 2025
img
বছরের শুরুতেই শিক্ষার্থীরা নতুন বই পাবে : গণশিক্ষা উপদেষ্টা Dec 13, 2025
img
উপকূল বাঁচাতে কৃষিজমি সংরক্ষণের কোনো বিকল্প নেই : রিজওয়ানা Dec 13, 2025
img
নিয়ন্ত্রণে কেরানীগঞ্জে বহুতল ভবনে লাগা আগুন Dec 13, 2025
img
সালমানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন চিত্রাঙ্গদা Dec 13, 2025
img
উপসাগরীয় দেশে নিষিদ্ধ বক্স অফিসে ঝড় তোলা ‘ধুরন্ধর’ Dec 13, 2025
img
হাদির ওপর হামলা সুপরিকল্পিত ষড়যন্ত্র : রিজভী Dec 13, 2025
img

ওসমান হাদিকে গুলি করা ব্যক্তি

সন্দেহভাজন ফয়সালের বাড়ি বাউফলে, এলাকায় থাকেন না পরিবারের কেউ Dec 13, 2025
img
সংক্রান্তি ২০২৬-এ নায়িকাদের ভাগ্যপরীক্ষা Dec 13, 2025
img
ওসমান হাদির সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড Dec 13, 2025
৪০ মিনিট বসে থেকেও দেখা নেই পুতিনের, ধৈর্য হারিয়ে যা করলেন শেহবাজ Dec 13, 2025
img
বিএনপি ক্ষমতায় গেলে সবার উন্নয়ন হবে: আব্দুস সালাম Dec 13, 2025
ঢাবি ভর্তি পরীক্ষার্থীদের জন্য ছাত্রশক্তির পক্ষ থেকে কী কী থাকছে? Dec 13, 2025
রাশিয়া, ভারত, চীন ও জাপানকে নিয়ে সি-৫ গ্রুপ গড়তে চান ট্রাম্প Dec 13, 2025