বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ইতোমধ্যে আমরা দেখেছি যে ছেলেটি গুলি করেছে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। আমরা বিশ্বাস করি সরকার যদি চায়, এ ধরনের নৃশংস খুনি, মাস্তান ও দুর্বৃত্তকে ২৪ ঘণ্টার মধ্যেই ধরতে পারে।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও শরীফপুর আইডিয়াল হাই স্কুলের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রুমিন ফারহানা বলেন, নির্বাচনকে সামনে রেখে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, সারা বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণের পথে বাধা সৃষ্টি করতে চায়, যারা বাংলাদেশে রাজনৈতিক সরকার গঠনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে চায়, বাংলাদেশের মানুষ একত্রিতভাবে তার দাঁতভাঙ্গা জবাব দেবে বলে আমরা বিশ্বাস করি।
বিএনপির এই নেত্রী বলেন, আমরা সরকারকে বলবো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, সেনাবাহিনী মাঠে আছে। আপনারা দ্রুত এই অপরাধীকে ধরে শাস্তির আওতায় আনেন। অন্যথায় আগামী ফেব্রুয়ারির নির্বাচন অবাদ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না।
তিনি বলেন, আমি সরকারকে আহ্বান জানাবো, শর্ষের মধ্যে যদি ভূত থাকে, সরকারের মধ্যে যদি কোনো অংশ থাকে, যারা এই নির্বাচনকে বিলম্বিত করতে চায়, তাদের অবিলম্বে চিহ্নিত করুন। সরকারকে আহ্বান জানাবো, বাংলাদেশের মানুষ শান্তি চায়, বাংলাদেশের মানুষ নিরাপত্তা চায়, বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে চায়। বাংলাদেশের মানুষকে ক্ষেপাইয়েন না। বাংলাদেশের মানুষ ক্ষেপলে কি হয় ২০২৪ সালে আগস্ট মাসে সেটা কিন্তু বুঝা গেছে। সুতরাং নির্বাচন যেন সুষ্ঠু পরিবেশে সুন্দর পরিবেশে, লেবেল প্লেয়িং ফিল্ডের পরিবেশে, সকল দল মতের মানুষ নির্বিঘ্নে যাতে নির্বাচন অংশ নেয় সেই ব্যবস্থা করুন।
অনুষ্ঠানে শরীফপুর আইডিয়াল হাই স্কুলের সভাপতি মো. তৌফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজ উদ্দিন, শরীফপুর আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মোজাম্মেল হক প্রমুখ।
পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুতরোগ মুক্তি ও সুস্থতা চেয়ে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আইকে/টিএ