বিএনপি চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে বুদ্ধিজীবী দিবসে মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় তিনি বলেন, তারেক রহমানের যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন তা প্রতিষ্ঠিত হবে।
মির্জা ফখরুল বলেন, বিজয়ের আগে দেশকে মেধাশুণ্য করার পরিকল্পনা করা হয়েছিলো। তবে তাতে সফল হয়নি পাকিস্তান বাহিনী।
বিএনপি মহাসচিব আরও বলেন, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিএনপি এগিয়ে যাবে। সব চক্রান্ত উপেক্ষা করে গনতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
টিজে/টিকে