ঢাকার সুইডেন দূতাবাসের অভিবাসন বিভাগ সোমবার (১৫ ডিসেম্বর) বন্ধ থাকবে।
রোববার (১৪ ডিসেম্বর) এক বার্তায় এই তথ্য জানায় ঢাকার সুইডিশ দূতাবাস।
এতে উল্লেখ করা হয়, দূতাবাসের অভিবাসন বিভাগটি সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ বন্ধ থাকবে। স্থানীয় ছুটির কারণে মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ দূতাবাস বন্ধ থাকবে।
বিস্তারিত তথ্যের জন্য দূবাসের ছুটির দিনের তালিকা https://swedenabrod.se/en/embassies/bangladesh-dhaka/contact এই ই-মেইলে গিয়ে দেখতে বলা হয়েছে।
আরপি/এসএন