সিটি কলেজ কেন্দ্রে ভোট দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। শনিবার সকাল ৮টায় ওই কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।

এদিকে রাজধানী ঢাকার দুই (উত্তর ও দক্ষিণ) সিটির পরবর্তী ‘অভিভাবক’ বেছে নিতে ভোট দেয়া শুরু করেছেন ভোটারেরা। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এবার দুই সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। দুই সিটিতে দুজন মেয়র, ১২৯ জন ওয়ার্ড কাউন্সিলর ও ৪৩ জন সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচন করবেন ভোটারেরা।

এবারের সিটি নির্বাচনে ঢাকা উত্তরে মেয়র পদে প্রার্থী হয়েছেন ৬ জন। কাউন্সিলর পদে ২৫১ জন এবং সংরক্ষিত আসনে ৭৭ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উত্তর সিটিতে ওয়ার্ড রয়েছে ৫৪ টি।

ঢাকা দক্ষিণে ৭ জন মেয়র পদের জন্য লড়ছেন। কাউন্সিলর পদে ৩৩৫ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে নারী প্রার্থী হয়েছেন ৮২ জন। দক্ষিণে ৭৫টি ওয়ার্ড।

 

টাইমস/এসএন/জিএস

Share this news on: