চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে আরও একটি মামলায় (শ্যোন অ্যারেস্ট) গ্রেপ্তার দেখানো হয়েছে। চান্দগাঁও থানায় করা এসব মামলার তদন্ত কর্মকর্তা সাজ্জাদ ও তার স্ত্রীকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হয়েছিল। আদালতে শুনানি শেষে এ আবেদন মঞ্জুর করেন।
সোমবার (১৫ ডিসেম্বর) শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা এ আবেদন মঞ্জুর করেন।
চট্টগ্রাম মহানগর আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে আরও দুটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।
তিনি আরও জানান, এর মধ্যে একটি মামলায় সাজ্জাদ এবং তার স্ত্রী তামান্নাকে অপর মামলায় সাজ্জাদ, খোরশেদ ও ফজলে রাব্বিকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।
প্রসঙ্গত, আলোচিত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ বর্তমানে রাজশাহী কারাগারে এবং তার স্ত্রী তামান্না ফেনী কারাগারে বন্দি আছেন। সেখান থেকে ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে অংশ নেন তারা।
গত ১৫ মার্চ রাজধানী ঢাকা থেকে চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ এবঙ ১০ মে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকা থেকে তার স্ত্রী তামান্নাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে কারাগারে বন্দি আছেন তারা।
এবি/টিকে