মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে এসে শেখ শিমন (২১) নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে সাভারের জাতীয় স্মৃতিসৌধের ভেতর থেকে তাকে আটক করে আশুলিয়া থানা পুলিশ।
আটক শেখ শিমন সাভারের আশুলিয়ার পাবনারটেক ক্লাব এলাকার আব্দুল আলিম শেখের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য বলে জানা গেছে।
জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান আটকের বিষয়টি নিশ্চিত করে দেশের এক গণমাধ্যমকে বলেন, বিকেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্যরা জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করে। তাদের মধ্য থেকে শিমন নামে এক যুবককে আটক করা হয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, তা পরে জানানো হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
এবি/টিকে