বলিউডের 'ড্রিম গার্ল' এবং বর্ষীয়ান অভিনেত্রী হেমা মালিনী, যিনি দীর্ঘ কয়েক দশক ধরে নিজের গরিমা ও সম্মান বজায় রেখে চলেছেন, মানুষের চরিত্র ও খ্যাতি নিয়ে এক অত্যন্ত গভীর বাস্তব কথা বলেছেন। তিনি মনে করেন, সম্মান অর্জন করা কঠিন, কিন্তু তা হারানো খুব সহজ।
হেমা মালিনী বলেন, ভালো মানুষ হয়ে উঠতে কখনো পুরো জীবনও কম পড়ে...আর খারাপ হতে এক মুহূর্তই যথেষ্ট।
সততা, ধৈর্য ও নিষ্ঠার সাথে জীবন যাপন করে সমাজে 'ভালো মানুষ' হিসেবে পরিচিতি পেতে সারা জীবন কেটে যায়। কিন্তু রাগের মাথায়, লোভের বশবর্তী হয়ে বা অসতর্কতায় করা একটি মাত্র ভুল কাজ মুহূর্তের মধ্যে সেই সারা জীবনের অর্জন ও সুনাম ধুলোয় মিশিয়ে দিতে পারে।
অভিনেত্রীর এই সতর্কবার্তা আমাদের শেখায় যে, চরিত্র গঠন করা যেমন সাধনার ব্যাপার, তা রক্ষা করাও সমান জরুরি।
এমআর/টিকে