গুম ও শতাধিক হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আদালত। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে আগামী ২১ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
সাবেক এ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গাজীপুরে তিন জন হত্যা, বরগুনার পাথরঘাটার চর দুয়ানিতে ৫০ জন হত্যাসহ বনদস্যু দমনের নামে সুন্দরবনে বন্দুক যুদ্ধের নাটক সাজিয়ে বেশ কয়েকজনকে হত্যার তিনটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
এছাড়া জিয়াউল আহসানের বিরুদ্ধে বিএনপি নেতা চৌধুরী আলম, ইলিয়াস আলী, সাজেদুল হক সুমন, সালাহউদ্দিন আহমেদসহ তিন শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার সংশ্লিষ্টতার তথ্য মিলেছে বলেও ট্রাইব্যুনালে জানান চিফ প্রসিকিউটর। এসব অভিযোগের তদন্ত চলমান রয়েছে৷
এসএস/এসএন