বিপিএল শেষ হওয়ার পর পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামবে বাংলাদেশ। তবে ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া দশম আসরে মাঠে নামার আগে প্রস্তুতি সারবে দুটি দলের বিপক্ষে।
সেই দুই দল হচ্ছে নামিবিয়া ও আফগানিস্তান। লিটন দাসের দল দুটি ম্যাচই খেলবে বেঙ্গালুরুতে।
প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষের নাম আজ নিশ্চিত করেছেন নাজমুল আবেদীন ফাহিম। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান গণমাধ্যমকে বলেছেন, ‘বিপিএল শেষ হলেই দুই-তিন দিনের ছোট একটা ক্যাম্প হবে। এরপর ২৮ জানুয়ারি দল বেঙ্গালুরুতে যাবে। সেখানে নামিবিয়া ও আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলব আমরা।’
সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে ‘সি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপ সঙ্গী নেপাল ও ইতালির সঙ্গে দুই বিশ্বকাপজয়ী ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে ৭ ফেব্রুয়ারি। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে কলকাতার ইডেন গার্ডেনসে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের ভেন্যুও কলকাতা। আগামী ৯ ফেব্রুয়ারি লিটনদের প্রতিপক্ষ প্রথমবার বিশ্বকাপে সুযোগ পাওয়া ইতালি। ফিরতি ম্যাচ ১৪ ফেব্রুয়ারি। এবার প্রতিপক্ষ ইংল্যান্ড। এ ম্যাচটিও হবে কলকাতায়।
আর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়েতে গ্রুপের শেষ ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে।
এমআর/টিএ