বড়দিনের জাদু যেন সত্যি! ১০-১২ বছর বয়সী লোলা, যার হৃদয়ে ফুটবলপ্রেম আর অনুপ্রেরণার এক আলাদা জায়গা আছে, তার সবচেয়ে বড় ইচ্ছে ছিল লেস্টার সিটির অধিনায়ক হামজা চৌধুরীর সঙ্গে দেখা করা। লোলার ছোট্ট একটি চিরকুটে লেখা ছিল এই ইচ্ছেটা, যা তিনি ক্রিসমাস ট্রিতে ঝুলিয়েছিলেন। লেস্টার সিটি ক্লাবের পক্ষ থেকে সেই স্বপ্ন পূরণ হলো বড়দিনে।
হঠাৎ করেই হামজা চৌধুরী কোনো আগাম বার্তা ছাড়াই লোলার বাড়ির দরজায় হাজির হন। প্রিয় ফুটবলারকে এত কাছে দেখে লোলা মুগ্ধ ও অবাক। হামজা লোলাকে একটি অটোগ্রাফ দেওয়া জার্সি উপহার দেন এবং কিছু সময় তার সঙ্গে কাটান।
ভিডিওতে লোলা হাসিমুখে বলেন, “আমি হামজার খেলা দেখেছি, সে খুব সম্মানিত। আমি সত্যিই তাকে পছন্দ করি বিশেষ করে তার চুল। হামজা মজার ছলে জিজ্ঞেস করেন, যদি আমি আমার চুল কেটে ফেলি, তবে কি তোমার পছন্দের তালিকা থেকে বাদ পড়বে? লোলা উত্তর দেন, কখনোই না।তখনও তুমি আমার ফেভারিট থাকবে।
জার্সি উপহার দেওয়ার সময় হামজা জিজ্ঞেস করেন, তুমি কি চাও, এই জার্সিতে আমি বিশেষ কিছু লিখি? লোলা বলেন, তোমার নামটাই স্পেশাল, ওটাই লিখে দাও। বড়দিন উপলক্ষে আরও কিছু লেখার প্রস্তাব পেয়ে সম্মতি দেন লোলা।
এছাড়া, লোলা ব্রাডলি ওয়ালশের সঙ্গে সাক্ষাতের আগ্রহও প্রকাশ করেন, যিনি সাবেক ইংলিশ ফরোয়ার্ড স্টিভ ওয়ালশের ভাই। লেস্টার সিটি তাদের ফেসবুক পেজে এই মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে এই পুরো হৃদয়স্পর্শী ঘটনা ফুটে উঠেছে। লোলার জন্য বড়দিন ছিল এক রঙিন স্বপ্ন পূরণের দিন, যা বহু ফুটবলপ্রেমী শিশুর জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
এমআর/টিএ