নিজের আজন্ম স্বপ্ন যে মাঠে পূরণ করেছেন লিওনেল মেসি সেই লুসাইল স্টেডিয়ামে আরেকবার মাঠে নামবছেন তিনি। এবার আরেকটি ট্রফি জয়ের লক্ষ্যে নামবেন আর্জেন্টিনার অধিনায়ক। অন্য দিকে ইউরোপের সেরা হয়েছে লামিন ইয়ামালদের স্পেন। এবার এই দুই প্রজন্মের দুই তারকার মুখোমুখি হওয়ার অপেক্ষা।
আগামী মার্চের আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন মুখোমুখি হবে। কোপা ও ইউরো জয়ী দলের এই লড়াইয়ের নাম ফিনালিজিমা। কাতার বিশ্বকাপের আগে আর্জেন্টিনা ও ইতালির মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল।
আর্জেন্টিনা-স্পেনের লড়াই নিয়ে ফিফা দুই অঞ্চলের ফুটবল অ্যাসোসিয়েশন এবং দুই দেশের কনফেডারেশনের সঙ্গে কাজ করছিল। ২৭ মার্চ ম্যাচটি কাতারে হবে পারে এমন আলোচনাও ছিল। তবে দিনক্ষণ চূড়ান্ত করা হয়নি। এবার ফিফা কাতারের লুসাইলে ২৭ মার্চ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি আয়োজনের ঘোষণা দিয়েছে।
ফিনালিজিমার সূচি চূড়ান্ত করতে ফিফাকে মূলত স্পেন ফুটবল ফেডারেশন অপেক্ষায় রেখেছিল। স্পেনের পক্ষ থেকে বলা হয়েছিল- তারা ম্যাচটি খেলতে আগ্রহী। তবে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত হওয়ার আগে এটা নিয়ে তারা ভাবতে চায় না। গত মাসে স্পেনের বিশ্বকাপ খেলা চূড়ান্ত হয়েছে।
এবারের ফিনালিজিমার আলো মেসি ও ইয়ামালের ওপরে। ১৮ বছর বয়সী ইয়ামাল বার্সেলোনায় খেলছেন। বার্সার একাডেমি লা মাসিয়া থেকে উঠে এসেছেন তিনি। মেসির মতোই তাকেও বিস্ময়বালক বলা হতো। লিও’র মতো বাঁ পায়ের ফুটবলার তিনিও। এখন পর্যন্ত মেসির সঙ্গে তুলনার যথার্থ মর্যাদাও দিয়েছেন তিনি। ইউরো জিতেছেন, লা লিগা জিতেছেন। অল্প বয়সে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও আন্তর্জাতিক ফুটবলের অনেকগুলো রেকর্ড ভেঙেছেন। এবার মাঠে তাদের একসঙ্গে দেখার অপেক্ষা।