বলিউডে কাজের সময়সীমা নিয়ে চলমান বিতর্কে এবার নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন অভিনেত্রী রাধিকা আপ্তে। সম্প্রতি টিসকা চোপড়া পরিচালিত ছবি ‘সালি মোহব্বত’ এ অংশ নেয়ার সময় তিনি স্পষ্টভাবে জানালেন, সদ্য মা হওয়া অবস্থায় দিনে ১৬ ঘণ্টার বেশি শুটিং করা তার পক্ষে সম্ভব নয়। এই দাবিতে তিনি দীপিকা পাড়ুকোনের সমর্থনে একরূপ অবস্থান নিলেন।
রাধিকার যুক্তি, প্রযোজকরা যদি ১২ ঘণ্টার শিফটে রাজি না হন, তবে কাজ করা তার পক্ষে অসম্ভব। ১২ ঘণ্টার মধ্যে যাতায়াত, মেকআপ, হেয়ারসহ সব কিছু অন্তর্ভুক্ত করতে হয়, ফলে বাস্তবে শুটিংয়ের সময় হয়ে দাঁড়ায় প্রায় ১৬ ঘণ্টা। সেটে অভিনেত্রীদের ন্যূনতম ১৪ ঘণ্টা থাকার প্রথা থাকলেও এটি নবজাতক মায়ের জন্য মানসিক ও শারীরিকভাবে খুবই কষ্টদায়ক।
অভিনেত্রী উল্লেখ করেন, সপ্তাহে ছুটি নেই, শুটিং চলাকালীন খাবারের বিরতিও সীমিত। তাই নতুন মায়েদের জন্য কাজের সময় নির্ধারণ করা ‘নন-নেগোশিয়েবল’। রাধিকা অকপটে স্বীকার করেছেন, এই শর্ত মানলে অনেক প্রজেক্টে অংশ নিতে পারবে না। তবু সন্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার জন্য তিনি নিজের অবস্থানে অনড়।
এই দাবিতে রাধিকা দীপিকার পথ অনুসরণ করেছেন, যেখানে ‘সুপারস্টার নই, আগে মা’ এমতবাদী মনোভাব প্রদর্শিত হয়েছে। নবজাতক মা হিসেবে রাধিকার এই সিদ্ধান্ত বলিউডে কাজের শর্ত ও মাতৃত্বের ভারসাম্য নিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
আরপি/এসএন