অভিনেতা-অভিনেত্রীরা রাজনীতিতে কতটা প্রস্তুত, তা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন ভারতীয় অভিনেতা কৌশিক ব্যানার্জি। তিনি জানান, পলিটিক্স একটি আলাদা ধরনের পড়াশোনা এবং দক্ষতা প্রয়োজন। মাঠে নেমে সক্রিয়ভাবে কাজ করতে হবে, তবেই সেই কাজ মানুষের জন্য কার্যকর ও উপকারী হবে।
কৌশিক ব্যানার্জির মতে, সিনেমা থেকে সরাসরি রাজনীতিতে যাওয়া মানেই কাউকে পলিটিক্যাল লিডার বলে ধরা যায় না। তিনি মনে করেন, জনপ্রিয়তা বা পর্দার উপস্থিতি কোনো রাজনৈতিক নেতৃত্বের মানদণ্ড হতে পারে না। রাজনীতি হলো দায়িত্ব ও প্রজ্ঞার মিশ্রণ, যা দীর্ঘ প্রশিক্ষণ, অভিজ্ঞতা এবং বাস্তব কর্মকাণ্ডের মাধ্যমে অর্জিত হয়।
তিনি আরও জানান, যারা শুধুই বিনোদন শিল্প থেকে রাজনীতিতে আসেন এবং সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হন, তাদেরকে রাজনৈতিক নেতা হিসেবে গণ্য করা অনুচিত। এই মন্তব্যে স্পষ্ট, কৌশিক ব্যানার্জি পলিটিক্সের গভীরতা ও বাস্তবতাকে গুরুত্ব দিয়েছেন, এবং তারকা হওয়া রাজনৈতিক দক্ষতার বিকল্প নয় বলে মনে করেন।
আরপি/এসএন